Malda: অনুমতি ছাড়াই একশো দিনের প্রকল্পের কাজ, তদন্তের নির্দেশ জেলাশাসকের
একের পর এক পঞ্চায়েতে দুর্নীতি নিয়ে সরব হয়েছে বিজেপি। বিজেপি দক্ষিণ মালদার সাংগঠনিক জেলার সাধারণ সম্পাদক অম্লান ভাদুরি বলেন, জেলার সর্বত্র এই ধরনের অনিয়ম হয়েছে। সরকারি কর্মীদের একাংশ এবং তৃণমূলের নেতা নেত্রীরা এই লুটপাটের ঘটনায় জড়িত। সেন্ট্রাল এজেন্সিকে জানানো হবে পুরো ঘটনার তদন্ত করার জন্য।
রণজয় সিংহ: অনুমতি ছাড়াই একশো দিনের প্রকল্প সরকারি ওয়েবসাইটে আপলোড। পুরাতন মালদা ব্লকের চারটি গ্রাম পঞ্চায়েতের ৩০২টি প্রকল্প নিয়ে দুর্নীতির অভিযোগ। তদন্তের নির্দেশ দিলেন জেলাশাসক। কাজ বন্ধ করে দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে বিডিওকে।
একের পর এক গ্রাম পঞ্চায়েতে অনুমোদন ছাড়াই ১০০ দিনের প্রকল্পের কাজ করার অভিযোগ উঠেছে। এবার পুরাতন মালদার চারটি গ্রাম পঞ্চায়েতের ক্ষেত্রেও উঠল একই অভিযোগ। মঙ্গলবাড়ী, মুচিয়া, ভাবুক ও মহিষ বাথানি এই চারটি গ্রাম পঞ্চায়েতের বিরুদ্ধে একশো দিনের প্রকল্পে ৩০২টি কাজ অনুমোদন ছাড়াই করার অভিযোগ করা হয়েছে।
জেলা প্রশাসনের অনুমতি ছাড়া এই কাজগুলোকে সরকারি ওয়েবসাইটে আপলোড করা হয়েছে বলেও অভিযোগ। বিষয়টি নজরে আসায় তদন্তের নির্দেশ দিয়েছেন মালদার জেলাশাসক। বন্ধ করে দেওয়া হয়েছে প্রকল্পের কাজ। মালদার জেলা শাসক রাজর্ষি মিত্র জানিয়েছেন, কোন ব্লকে কতগুলি প্রকল্প হয়েছে ১০০দিনের কাজে বিষয়টি খতিয়ে দেখতে গিয়ে পুরাতন মালদায় এই ধরনের ভুয়ো প্রকল্পটি নজরে আসে।
এরপর অবশ্যই প্রকল্প গুলির কাজ আরম্ভ হয়েছে। কোথাও কোথাও কাজ শেষও হয়ে গেছে। যে সব জায়গায় কাজ চলছে সমস্ত কাজ বন্ধ রাখার কথা বলা হয়েছে। কোন কোন প্রকল্পের টাকা দেওয়া হয়ে গেছে সে বিষয়টিও খতিয়ে দেখা হচ্ছে। ভিডিওকে সমস্ত ঘটনার তদন্ত করে পূর্ণাঙ্গ রিপোর্ট জমা দিতে বলা হয়েছে।
এই বিষয়ে পুরাতন মালদা ব্লকের বিডিও মহম্মদ ইরফান হাবিব বলেন, জেলাশাসকের নির্দেশে ঘটনার তদন্ত আরম্ভ হয়েছে। অভিযোগ প্রমাণিত হলে জেলাশাসকের নির্দেশ মতো ব্যবস্থা নেওয়া হবে।
আরও পড়ুন: Jalpaiguri: নারী সুরক্ষায় বিশেষ ব্যবস্থা পুলিসের, রাতের শহরে বিশেষ অভিযান উইনার্স স্কোয়াডের
একের পর এক পঞ্চায়েতে দুর্নীতি নিয়ে সরব হয়েছে বিজেপি। বিজেপি দক্ষিণ মালদার সাংগঠনিক জেলার সাধারণ সম্পাদক অম্লান ভাদুরি বলেন, জেলার সর্বত্র এই ধরনের অনিয়ম হয়েছে। সরকারি কর্মীদের একাংশ এবং তৃণমূলের নেতা নেত্রীরা এই লুটপাটের ঘটনায় জড়িত। সেন্ট্রাল এজেন্সিকে জানানো হবে পুরো ঘটনার তদন্ত করার জন্য।
রাজ্য তৃণমূল কংগ্রেসের সাধারণ সম্পাদক কৃষ্ণেন্দু নারায়ণ চৌধুরী বলেন, অভিযোগ পেলেই ঘটনার তদন্ত হচ্ছে। জেলাশাসক ঘটনার তদন্ত করছেন। কারোর বিরুদ্ধে অভিযোগ প্রমাণিত হলে প্রশাসন আইন অনুযায়ী ব্যবস্থা নেবে।