Durgapur: পাচারের আগেই উদ্ধার ১৫ কেজি গাঁজা, দুর্গাপুরে গ্রেফতার ১
এর আগেও একাধিকবার গাঁজা পাচারের অভিযোগ উঠেছে ওই যুবকের বিরুদ্ধে
নিজস্ব প্রতিবেদন: পুলিসের নাকা-চেকিংয়ে, পাচারের আগেই প্রায় লক্ষাধিক টাকার ১৫ কেজি গাঁজা সহ গ্রেফতার এক। পুলিসে হেফাজত চেয়ে অভিযুক্তকে তোলা হয় আসানসোল জেলা আদালতে।
মঙ্গলবার আসানসোল লোকসভা উপনির্বাচন চলছিল। সন্ত্রাস রুখতে পশ্চিম বর্ধমান জেলার বিভিন্ন প্রান্তে আসানসোল দুর্গাপুর পুলিস কমিশনারেটের পুলিসের নাকা চেকিং চলছিল জেলা জুড়ে।
মঙ্গলবার সন্ধ্যায় দুর্গাপুরের সভাপুর সংলগ্ন একটি বেসরকারি হাসপাতালে পাশ দিয়ে সাইকেলে করে 15 কেজির বস্তা ভর্তি গাঁজা নিয়ে আসছিল দুর্গাপুরের নব উয়ারিয়ার ঝন্টু ধারা। এর মূল্য প্রায় এক লক্ষ টাকা।
গোপন সূত্রে খবর পেয়ে সিটি সেন্টারের নাকা চেকিং থেকে পুলিস ঝন্টু ধারা নামের ওই যুবককে গাঁজা ভর্তি বস্তাসহ হাতেনাতে ধরে ফেলে। পুলিস সূত্রে খবর বীরভূম থেকে এই গাঁজা এসেছিল সে।
আরও পড়ুন: Haskhali Rape Case: 'ফাঁসি চাই', হাঁসিখালিকাণ্ডে CBI তদন্তে 'বিচার' প্রার্থনা নির্যাতিতার মায়ের
আরও পড়ুন: Dakshin Dinajpur: অভিনব প্রতিবাদ বালুরঘাটে, সাইকেলে পুরসভায় চেয়ারম্যান সহ কাউন্সিলররা
এর আগেও একাধিকবার গাঁজা পাচারের অভিযোগ উঠেছে ওই যুবকের বিরুদ্ধে। গাঁজা পাচার মামলায় ১২ দিনের পুলিসি হেফাজত চেয়ে অভিযুক্ত ঝন্টু ধারাকে আসানসোল জেলা আদালতে পাঠানো হয়।
এই চক্রের সঙ্গে আরও কেউ জড়িত আছে কিনা তা খতিয়ে দেখতে তদন্ত শুরু করে পুলিস।