৭ দিনের মধ্যে একই পরিবারের দুই ভাইয়ের মৃত্যু, কোচবিহারে এনসেফ্যালাইটিস আতঙ্ক
৭ দিনের মধ্যে একই পরিবারের দুই ভাইয়ের মৃত্যু | এনসেফ্যালাইটিস আতঙ্কে ভুগছে কোচবিহারের ১ নং ব্লকের ধলুয়াবাড়ির বাসিন্দারা। ঘটনার খবর পেতেই এলাকায় পৌঁছেছে স্বাস্থ্য বিভাগের দল |
নিজস্ব প্রতিবেদন: ৭ দিনের মধ্যে একই পরিবারের দুই ভাইয়ের মৃত্যু | এনসেফ্যালাইটিস আতঙ্কে ভুগছে কোচবিহারের ১ নং ব্লকের ধলুয়াবাড়ির বাসিন্দারা। ঘটনার খবর পেতেই এলাকায় পৌঁছেছে স্বাস্থ্য বিভাগের দল |
গত ৭ ডিসেম্বর এনসেফ্যালাইটিস মৃত্যু হয় কোচবিহার ১ নং ব্লকের ধলুয়াবাড়ির বাসিন্ধা বিষ্ণু দত্তের। এর কদিন পরেই ফের অজানা জ্বর ও পক্স নিয়ে হাসপাতালে ভর্তি হন মৃতের ভাই কৃষ্ণ দত্ত। বৃহস্পতিবার রাত আড়াইটে নাগাদ মৃত্যু হয় তাঁর। মাত্র ৭ দিনের মধ্যে একই পরিবারের দুই সদস্যের মৃত্যুতে এলাকায় চাঞ্চল্য ছড়িয়েছে। পরিবারের দাবি, কৃষ্ণ দত্তেরও এনসেফ্যালাইটিসই হয়েছিল। একই ভাবে ওই এলাকায় বেশকিছুজনের অজানা জ্বরে আক্রান্ত হওয়ার খবর মিলেছে।
খবর পাওয়া মাত্রই ঘটনাস্থলে পৌঁছেছে স্বাস্থ্য বিভাগের প্রতিনিধি দল। তাঁরাও বিষয়টি নিয়ে খোঁজ খবর শুরু করেছেন।