রাজ্যে একদিনে করোনা সংক্রমিত ২,৯৮২; মৃতের সংখ্যা ৫৬
২৮ অগাস্টের হিসেব অনুযায়ী এই মুহূর্তে রাজ্য়ে মোট করোনা অ্যাক্টিভ কেস ২৬,৩৪৯।
নিজস্ব প্রতিবেদন: সেপ্টেম্বর থেকেই শুরু হচ্ছে আনলক ফোর। ধাপে ধাপে স্বাভাবিক হতে পারে পরিষেবা। তবে এরমধ্যেই করোনার প্রভাব অব্যাহত। গত ২৪ ঘণ্টায় রাজ্যে নতুন করে করোনা আক্রান্ত হয়েছেন ২,৯৮২ জন। এ নিয়ে রাজ্যে মোট আক্রান্তের সংখ্যা দাঁড়ালো ১,৫৩,৭৫৪। গত ২৪ ঘণ্টায় রাজ্যে করোনা সংক্রমিত হে মৃত্যু হয়েছে ৫৬ জনের।
২৮ অগাস্টের হিসেব অনুযায়ী এই মুহূর্তে রাজ্য়ে মোট করোনা অ্যাক্টিভ কেস ২৬,৩৪৯। তবে স্বস্তির বিষয় এই যে, রাজ্যে সুস্থতার হার বেড়েছে। গত ১ দিনে রাজ্যে সুস্থ হয়েছেন ৩,২২৬ জন। এ নিয়ে রাজ্যে মোট সুস্থ ব্যক্তির সংখ্যা দাঁড়ালো ১,৫৩,৭৫৪ জন। সবমিলিয়ে সুস্থতার হার ৮০.৮৬ শতাংশ।
আরও পড়ুন: পুজোর আগেই পরীক্ষার ভাবনা রাজ্যের, তোড়জোড় শুরু বিশ্ববিদ্যালয়গুলোতে
অন্যদিকে কলকাতায় সংক্রমণের হার কমেছে, গত ২৪ ঘণ্টায় কলকাতায় করোনা সংক্রমিত হয়েছেন ৪২৭ জন। কলকাতা করোনা সংক্রমিতের সংখ্যা ৩৮,৮১৫। পাশাপাশি দৈনিক সংক্রমণের নিরিখে এদিন কলকাতাকে ছাপিয়ে গিয়েছে উত্তর ২৪ পরগনা। এখানে ১ দিনে করোনা সংক্রমিত হয়েছেন ৫৫৪ জন। এরপরেই রয়েছে হাওড়া। হাওড়ায় এখনও পর্যন্ত মোট করোনা সংক্রমিত ১৩,০২২ জন।