কিরণ মান্না: শিলাবতী নদীর জলে প্লাবিত শহর। রাস্তা এখন জলের তলায়। রেললাইন ধরে হেঁটে বাড়ি ফেরার পথে ট্রেনের ধাক্কা মৃত্যু হল ৩ জনের। মর্মান্তিক দুর্ঘটনা ঘটল পূর্ব মেদিনীপুরের পাঁশকুড়ায়।
Add Zee News as a Preferred Source
আরও পড়ুন: Bardhaman: পাশের ঘরে আটক বয়ফ্রেন্ড, বর্ধমানে পাঁচ বর্বর ঝাঁপাল তরুণীর উপর! ভয়ংকর...
স্থানীয় সূত্রের খবর, মৃত ৩ জনই পেশায় ফল বিক্রেতা। বাড়ি পাঁশকুড়ায়। ব্যবসার জন্য হলদিয়ায় গিয়েছিলেন তাঁরা। এরপর রাতে ট্রেন থেকে নামেন পাঁশকুড়ার রঘুনাথবাড়ি স্টেশনে। কিন্তু বাড়ি ফিরবেন কী করে? গত কয়েকদিন বৃষ্টিতে জল বেড়ে গিয়েছে শিলাবতী নদীতে। প্লাবিত ঘাটাল, দাসপুর-সহ আশেপাশের এলাকায়। রাস্তায়ও জল জমে গিয়েছে।
রঘুনাথবাড়ি স্টেশনে নেমে রেললাইন ধরেই বাড়ির দিকে হাঁটছিলেন ওই ৩ ফলবিক্রেতা। কখনও যে ট্রেন চলে এসেছে, খেয়াল করেননি। ট্রেনের ধাক্কায় ঘটনাস্থলে প্রাণ হারান দু'জন। গুরুতর আহত হন আর একজন। পরে হাসপাতালে মৃত্যু হয় তাঁরও।
আরও পড়ুন: No Hilsa: হতাশ বাঙালি, দুশ্চিন্তায় মৎস্যজীবীরা! সমুদ্র থেকে ফিরছে খালি ট্রলার...
(দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির টাটকা খবর, আপডেট এবং ভিডিয়ো পেতে ডাউনলোড-লাইক-ফলো-সাবস্ক্রাইব করুন আমাদের App, Facebook, Whatsapp Channel, X (Twitter), Youtube, Instagram পেজ-চ্যানেল)