সাহসী হয়ে সাঁতরে ঝিলের মাঝখানে যেতেই তলিয়ে গেল ৩ কিশোর

বড়দের বারণ না শুনতেই বাঁধল বিপত্তি।

Updated By: Apr 26, 2019, 08:32 PM IST
সাহসী হয়ে সাঁতরে ঝিলের মাঝখানে যেতেই তলিয়ে গেল ৩ কিশোর

নিজস্ব প্রতিবেদন : স্নান করতে নেমে নরেন্দ্রপুরের ঝিলে তলিয়ে গেল তিন কিশোর। নরেন্দ্রপুরের জাগতিপোত এলাকায় খেয়াদায় একটি ঝিলে এদিন সকাল ১১টা নাগাদ স্নান করতে যায় এলাকার ছয় জন কিশোর। সাঁতার কাটতে কাটতে তিন কিশোর ডাঙা থেকে গভীর জলের দিকে চলে যায়। তারপরই গভীর জলে আর সামলাতে না পেরে তলিয়ে যায় তিনজন।

ঝিলে স্নান করতে যাচ্ছি, এই বলে বাড়ি থেকে বেরিয়েছিল শান। বারণ করেছিল বড়রা। কিন্তু বারণ শোনেনি শান। শুধু শান নয়, ঝিলে গিয়েছিল রনক দাস, শুভজিত , সুরজিত রায়, চরণ ঢালি, আর বিশাল মিস্ত্রি। স্থানীয়রা বলছেন, ঝিলের গভীরতা খুব যে বেশি এমনটা নয়। তিন থেকে চার ফুট হবে। তবে মাঝখানটায় গভীরতা একটু বেশি। আর সেই মাঝখানে গিয়েই বিপত্তি বাঁধে।

আরও পড়ুন, 'দিলীপ ঘোষও বাঁচাতে পারবে না', টাকা বিলির অভিযোগে ধৃত বিজেপি নেতাকে হুমকি আইসির

ছয় জনের কেউই তেমন সাঁতার জানত না। প্রথমে তলিয়ে যায় শান, রনক আর শুভজিত। তিন বন্ধুকে তলিয়ে যেতে দেখে ডাঙায় যারা ছিল তারা চিত্‍কার শুরু করে। চিত্কার শুনে ছুটে আসেন স্থানীয় বাসিন্দারা। কিন্তু ততক্ষণে সব শেষ। পরে নরেন্দ্রপুর থানার পুলিস এসে দেহগুলি উদ্ধার করে। ময়নাতদন্তের জন্য বাঙ্গুর হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে দেহগুলি।

.