বিরিয়ানি খেয়ে অসুস্থ ৪০ জন পড়ুয়া
প্রথমে খুব একটা আমল দেয়নি তারা। নিজেদের কাছে থাকা ওষুধ খেয়ে শুয়ে পড়ে তারা। রাত বাড়ার সঙ্গে সঙ্গে আরও অসুস্থ হয়ে পড়ে ছাত্রীরা। অসহ্য পেটে ব্যাথার সঙ্গে বমি শুরু হয় তাদের।
নিজস্ব প্রতিবেদন: চন্দননগরে বিরিয়ানি খেয়ে অসুস্থ হয়ে পড়ল ৪০ জন পড়ুয়া। অসুস্থদের চন্দননগর হাসপাতালে ভর্তি করা হয়েছে।
আরও পড়ুন: চলন্ত ট্যাক্সির জানলা থেকে বেরিয়ে এল বিশেষ তরল, রবীন্দ্র সরোবরে নারকীয় উল্লাস!
রবিবার রাতে এলাকারই দোকান থেকে বিরিয়ানি এনে খায় চন্দননগর অ্যান্টনি লেডিজ স্কুলের হোস্টেলের পড়ুয়ারা। বিরিয়ানি খাওয়ার কিছুক্ষণের মধ্যেই তাদের পেটে ব্যথা শুরু হয়। প্রথমে খুব একটা আমল দেয়নি তারা। নিজেদের কাছে থাকা ওষুধ খেয়ে শুয়ে পড়ে তারা। রাত বাড়ার সঙ্গে সঙ্গে আরও অসুস্থ হয়ে পড়ে ছাত্রীরা। অসহ্য পেটে ব্যাথার সঙ্গে বমি শুরু হয় তাদের। হোস্টেল কর্তৃপক্ষ তাদের চন্দননগর হাসপাতালে ভর্তি করায়।
আরও পড়ুন: স্বামী প্রাক্তন স্ত্রীর সঙ্গে রাত কাটাতেন, ঘরে একা ঘুমোতেন দ্বিতীয় স্ত্রী, তাতেই হল কাল
স্বাভাবিকভাবেই প্রশ্ন উঠতে শুরু করেছে বিরিয়ানির মান নিয়ে। ভাগাড়কাণ্ডে যখন তোলপাড় রাজ্য, তখন এই ঘটনা বেশ ভাবাচ্ছে স্থানীয় প্রশাসনকেও। অসুস্থ ছাত্রীদের মধ্যে এখন অনেকেরই অবস্থা স্থিতিশীল বলে জানা গিয়েছে।