হলদিবাড়ি ও মেখলিগঞ্জকে জুড়তে ৫.৮ কিলোমিটার সেতু তৈরির কাজ শুরু!
কোচবিহারে তিস্তার ওপর নতুন সেতু তৈরির কাজ খুব শিগগিরই শুরু হতে চলেছে। সার্ভে শুরু করেছে IIT রুরকি। ভারত-বাংলাদেশ ছিটমহল বিনিময়ের সময়ই নতুন সেতু তৈরির কথা ঘোষণা করেছিল রাজ্য সরকার। ৫.৮ কিলোমিটার দীর্ঘ সেতু জুড়বে হলদিবাড়ি ও মেখলিগঞ্জকে।
ওয়েব ডেস্ক : কোচবিহারে তিস্তার ওপর নতুন সেতু তৈরির কাজ খুব শিগগিরই শুরু হতে চলেছে। সার্ভে শুরু করেছে IIT রুরকি। ভারত-বাংলাদেশ ছিটমহল বিনিময়ের সময়ই নতুন সেতু তৈরির কথা ঘোষণা করেছিল রাজ্য সরকার। ৫.৮ কিলোমিটার দীর্ঘ সেতু জুড়বে হলদিবাড়ি ও মেখলিগঞ্জকে।
কোচবিহারের মানচিত্রে থাকলেও, এখনও হলদিবাড়ি যেতে হয় জলপাইগুড়ি হয়ে। প্রায় ১০৬ কিলোমিটার দূরত্ব অতিক্রম করতে হয়। মেখলিগঞ্জ ব্লকের মধ্যে দিয়ে বয়ে গেছে তিস্তা নদী। সেতু তৈরি হয়ে গেলে, মেখলিগঞ্জ ও হলদিবাড়ির মধ্যে দূরত্ব প্রায় ১০০ কিলোমিটার কমে যাবে। সরাসরি পৌছে যাওয়া যাবে অনেক কম সময়ে। সেতুর জন্য বরাদ্দ ৪০১ কোটি টাকা। সেতু নিয়ে আশাবাদী কোচবিহার জেলাবাসী।
আরও পড়ুন, মোর্চার বিক্ষোভে জ্বলছে পাহাড়, পুলিসের উপর ইটবৃষ্টি