শবর গৃহবধূকে গণধর্ষণের অভিযোগ ৫ তৃণমূলকর্মীর বিরুদ্ধে
ঘটনায় পুঞ্চা থানায় ৫ জনের বিরুদ্ধে গণধর্ষণের অভিযোগ দায়ের করেছেন নির্যাতিতা। অভিযোগের প্রেক্ষিতে ৪ জনকে গ্রেফতার করেছে পুলিস। পলাতক ১ অভিযুক্তের খোঁজে তল্লাশি চলছে।
নিজস্ব প্রতিবেদন: পুরুলিয়ায় শবর গৃহবধূকে গণধর্ষণের অভিযোগ তৃণমূল কর্মীদের বিরুদ্ধে। ঘটনা শনিবার রাতের। নির্যাতিতার অভিযোগের ভিত্তিতে ৪ জনকে গ্রেফতার করে আদালতে পেশ করেছে পুলিস।
জানা গিয়েছে, শনিবার মেলা থেকে বাড়ি ফিরছিলেন পুঞ্চা থানা এলাকার ন'পাড়ার বাসিন্দা ওই গৃহবধূ। পথে তাঁকে ধাওয়া করে অভিযুক্তরা। চেষ্টা করেও ফাঁকা এলাকায় পালাতে পারেননি ওই মহিলা। তাঁকে টানতে টানতে পাশের মাঠে নিয়ে যায় অভিযুক্তরা। সেখানে দফায় দফায় ধর্ষণ করে তারা। নির্যাতনে সংজ্ঞা হারান তিনি। গভীর রাতে জ্ঞান ফিরতে পরিবারের লোকেদের খবর দেন ওই গৃহবধূ। তাঁরা গৃহবধূকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যান। বর্তমানে পুরুলিয়া দেবেন মাহাতো সদর হাসপাতালে চিকিত্সাধীন তিনি।
এবার হিন্দু সাধুদের পেনশন দেবে উত্তর প্রদেশের যোগী সরকার
ঘটনায় পুঞ্চা থানায় ৫ জনের বিরুদ্ধে গণধর্ষণের অভিযোগ দায়ের করেছেন নির্যাতিতা। অভিযোগের প্রেক্ষিতে ৪ জনকে গ্রেফতার করেছে পুলিস। ধৃত সন্দীপ মাহাতো ,দীপক মাহাতো ,অভিজিত মাহাতো এবং অমৃত মাহাতোকে ১৪ দিনের জেল হেফাজতে পাঠিয়েছে আদালত।