মুখোমুখি সংঘর্ষ, গাছে ধাক্কা, ভয়াবহ বাস দুর্ঘটনায় আহত ৫৭

বাসের চালক হেডফোনে গান শুনছিলেন। এমনকি মদ্যপানও করেছিলেন।

Updated By: Dec 28, 2018, 11:47 AM IST
মুখোমুখি সংঘর্ষ, গাছে ধাক্কা, ভয়াবহ বাস দুর্ঘটনায় আহত ৫৭

নিজস্ব প্রতিবেদন :  ঘন কুয়াশায় পর্যটকবোঝাই দুটি বাসের মুখোমুখি সংঘর্ষে আহত হলেন ৩৫ জন। আহতদের মধ্যে ৯ জনের অবস্থা আশঙ্কাজনক। দুর্ঘটনাটি ঘটেছে পূর্ব মেদিনীপুরের রামনগরের ফতেপুরে।

আরও পড়ুন, দশের নীচে নামতে চলেছে কলকাতার তাপমাত্রা, কনকনে শীতের কামড় চলবে

জানা গিয়েছে, দিঘা থেকে ধর্মতলা আসছিল একটি বাস। উল্টোদিকে ঝাড়গ্রাম থেকে দিঘা ঢুকছিল অন্য একটি বাস। অভিযোগ, ঝাড়গ্রাম থেকে আসা বাসটির চালক হেডফোনে গান শুনছিলেন। এমনকি চালক মদ্যপান করছিলেন বলেও অভিযোগ যাত্রীদের। অনেকে প্রতিবাদ করলেও সেকথা কানেও নেয়নি চালক। আর সেটাই ডেকে আনে বিপদ।

আরও পড়ুন, টাকার জন্য আত্মীয়কে খুন করে চম্পট যুবক

স্থানীয়রা জানিয়েছেন, দুর্ঘটনাস্থলের পাশেই দমকল কেন্দ্র। দুর্ঘটনার সময় প্রচণ্ড শব্দ শুনতে পেয়েই ছুটে আসেন দমকলকর্মীরা। তাঁরাই উদ্ধার করেন পর্যটকদের। আহতদের দিঘা স্টেট জেনারেল হাসপাতাল ও বড়রাংকুয়া স্বাস্থ্য কেন্দ্রে ভর্তি করা হয়েছে। গুরুতর আহতদের কাঁথি হাসপাতালে পাঠানো হয়েছে।

আরও পড়ুন, সরকারি হাসপাতালের মহিলা চিকিত্সককে মারধর, কাঠগড়ায় কাউন্সিলরের অনুগামী

ফতেপুরের পাশাপাশি কাঁথি-মেদিনীপুর রাজ্য সড়কের উপর বেনামুড়িতেও একটি দুর্ঘটনা ঘটে। নিয়ন্ত্রণ হারিয়ে বটগাছে ধাক্কা মারে যাত্রীবোঝাই বাস। দুর্ঘটনায় আহত হন ২২ জন যাত্রী। আহতদের মধ্যে চারজনের চোট গুরুতর। তাঁদের কলকাতায় পাঠানো হয়েছে।

.