বাংলাদেশে পাচারের সময়ে উদ্ধার ৬০টি গরু, গ্রেফতার ২
এরপর দুটি কন্টেনার আটক করে তাতে তল্লাসি চালিয়ে উদ্ধার হয় ৬০টি গরু। এই ঘটনায় কন্টেনারের চালকদের গ্রেফতার করে পুলিস।
নিজস্ব প্রতিবেদন: গরু পাচারাকাণ্ডে তৎপর সিবিআই। আর এর মাঝেই পাচার হওয়ার সময়ে ৬০টি গরু উদ্ধার করল পুলিস। বাংলাদেশে পাচারের আগে ২ টি কন্টেইনার থেকে ৬০টি গরুসহ গ্রেফতার দু-জন। শনিবার গভীর রাতে গোপন সূত্রের খবরের ভিত্তিতে শিলিগুড়ি মহকুমার ফাঁসিদেওয়া ব্লকের বিধাননগরে ৩১ নং জাতীয় সড়কের উপর অভিযান চালায় বিধাননগর থানার পুলিস।
এরপর দুটি কন্টেনার আটক করে তাতে তল্লাসি চালিয়ে উদ্ধার হয় ৬০টি গরু। এই ঘটনায় কন্টেনারের চালকদের গ্রেফতার করে পুলিস। জানা গিয়েছে, ধৃতদের নাম সুবোধ শাহ (৩২) ও নাজিম খান (৩৪)। সুবোধ শাহ বিহারের বাসিন্দা, নাজিম উত্তর প্রদেশের বাসিন্দা।
আরও পড়ুন: তৃণমূলের প্রচার গাড়িতে ভাঙচুর, দলীয় কর্মীদের মারধরের অভিযোগ বিজেপির বিরুদ্ধে
পুলিস সূত্রে খবর যে ওই দুটি কন্টেনার থেকে ৩০টি করে মোট ৬০টি উদ্ধার হওয়া গরুগুলো বিহার থেকে বাংলাদেশের পাচারের উদ্দেশ্যে আনা হচ্ছিল। পাচারে ব্যবহৃত কন্টেনার বাজেয়াপ্ত করেছে পুলিস এবং উদ্ধার হওয়া গরু গুলিকে খোয়ারে পাঠানো হয়েছে। ধৃতদের এদিন শিলিগুড়ি মহকুমা আদালতে তোলা হয়। তবে এই ঘটনার সঙ্গে আর কেউ জড়িত আছে কি না তা খতিয়ে দেখছেন বিধাননগর থানার পুলিস।