খুব তাড়াতাড়ি পেশ হতে পারে বেতন কমিশনের রিপোর্ট, খবর নবান্ন সূত্রে
এদিনের বৈঠকে হাজির ছিলেন অর্থমন্ত্রী অমিত মিত্র ও স্বরাষ্ট্রসচিব আলাপন বন্দ্যোপাধ্যায়। প্রায় ১ ঘণ্টা রাজ্য সরকারি কর্মীদের বেতনবৃদ্ধি নিয়ে আলোচনা হয় বৈঠকে।
নিজস্ব প্রতিবেদন: খুব দ্রুত জমা পড়বে রাজ্য সরকার গঠিত ষষ্ঠ বেতন কমিশনের সুপরিশ। বৃহস্পতিবার নবান্নে মুখ্যমন্ত্রীর সঙ্গে বৈঠক করেন বেতন কমিশনের প্রধান অভিরুপ সরকার। তার পরই নবান্ন সূত্রের এই খবর মেলে।
এদিনের বৈঠকে হাজির ছিলেন অর্থমন্ত্রী অমিত মিত্র ও স্বরাষ্ট্রসচিব আলাপন বন্দ্যোপাধ্যায়। প্রায় ১ ঘণ্টা রাজ্য সরকারি কর্মীদের বেতনবৃদ্ধি নিয়ে আলোচনা হয় বৈঠকে। তার পরই মেলে আশার খবর। জানা যায়, দ্রুত রাজ্য সরকারকে তাদের সুপারিশ পেশ করতে চলেছে বেতন কমিশন।
বলে রাখি, লোকসভা নির্বাচনের ফল প্রকাশের পর থেকেই রাজ্য সরকারি কর্মীদের ক্ষোভ নিয়ে চাপে রয়েছে রাজ্য সরকার তথা শাসকদল তৃণমূল। গোটা রাজ্যে ১টি লোকসভা আসন বাদ দিয়ে বাকি সব জায়গায় হার হয়েছে তৃণমূলের।
গরিব রোগীদের যত্ন নিলে বাধিত থাকব, সিনিয়র ডাক্তারদের নিজের হাতে চিঠি মমতার
গত সোমবার রাজ্যের শীর্ষ আমলাদের সঙ্গে বৈঠকের পর যদিও মুখ্যমন্ত্রী বলেন, 'বেতন কমিশন নিয়ে নানা কথা বলা হচ্ছে। তাদের সুপারিশটা তো পেশ করতে দেবেন। তার পর সামর্থ অনুসারে চেষ্টা করব।' মুখ্যমন্ত্রী জানান, 'কাজ শেষ করতে আগামী ডিসেম্বর পর্যন্ত সময় চেয়েছে কমিশন।'