কিশোরীকে ধর্ষণের অভিযোগে গ্রেফতার সত্তর বছরের বৃদ্ধ
মানসিক ভারসাম্যহীন এক কিশোরীকে ধর্ষণের অভিযোগে সত্তর বছরের বৃদ্ধকে গ্রেফতার করল অশোকনগর থানার পুলিস। ধৃত অভয় সিং পেশায় ভ্যানচালক।
![কিশোরীকে ধর্ষণের অভিযোগে গ্রেফতার সত্তর বছরের বৃদ্ধ কিশোরীকে ধর্ষণের অভিযোগে গ্রেফতার সত্তর বছরের বৃদ্ধ](https://bengali.cdn.zeenews.com/bengali/sites/default/files/2018/03/12/112617-rape-12-3-18.jpg)
নিজস্ব প্রতিবেদন: মানসিক ভারসাম্যহীন এক কিশোরীকে ধর্ষণের অভিযোগে সত্তর বছরের বৃদ্ধকে গ্রেফতার করল অশোকনগর থানার পুলিস। ধৃত অভয় সিং পেশায় ভ্যানচালক।
আরও পড়ুন : সশস্ত্র হামলার ছক বিমল গুরুংয়ের, দাবি দার্জিলিংয়ের অতিরিক্ত পুলিস সুপারের
ঘটনা প্রসঙ্গে জানা গিয়েছে, রবিবার সন্ধায় অশোকনগরের গুমা তাজপুর নবপল্লীতে একটি বিয়ে বাড়ির অনুষ্ঠানে গিয়েছিল ওই কিশোরী। তাকে বাড়ি পৌছে দেওয়ার নাম করে নিজের ফাঁকা বাড়িতে নিয়ে যায় অভিযুক্ত। পরে খবর জানাজানি হতেই অশোকনগর থানায় অভিযোগ দায়ের হয়। রাতেই গ্রেফতার করা হয় অভিযুক্তকে। ধৃতের বিরুদ্ধে পক্সো আইনে মামলা দায়ের করা হয়েছে। ধৃত অভয় সিং এর আগেও ধর্ষণে অভিযোগে জেল খেটেছে।
আরও পড়ুন : আজ থেকে তিন দিনের সফরে পাহাড়ে শিল্প সম্মেলনে মুখ্যমন্ত্রী