Bengal Weather Update: এবার রাজ্য জুড়ে শীতের আমেজ! হাওয়াবদল কবে থেকে?

Bengal Winter Update: দক্ষিণ-পশ্চিম বঙ্গোপসাগরে ঘূর্ণাবর্ত নিম্নচাপে পরিণত হবে। আগামী ২৪ ঘণ্টায় এটি নিম্নচাপে পরিণত হওয়ার সম্ভাবনা। এই নিম্নচাপ পশ্চিমমুখী অগ্রসর হবে।

Updated By: Nov 10, 2024, 10:45 AM IST
Bengal Weather Update: এবার রাজ্য জুড়ে শীতের আমেজ! হাওয়াবদল কবে থেকে?

অয়ন ঘোষাল: মাঝ-নভেম্বরেই হাওয়াবদল। তাপমাত্রা স্বাভাবিক বা তার নীচে নামতে পারে। রাজ্য জুড়ে শীতের আমেজের সম্ভাবনা। রাজ্য জুড়েই শুষ্ক আবহাওয়ার দাপট। আজ জগদ্ধাত্রী পুজোর নবমীর দিন হালকা বৃষ্টির সামান্য সম্ভাবনা। পার্বত্য দুই জেলা এবং উপকূলের তিন জেলায় হালকা বৃষ্টির সামান্য সম্ভাবনা।

সিস্টেম

দক্ষিণ-পশ্চিম বঙ্গোপসাগরে ঘূর্ণাবর্ত নিম্নচাপে পরিণত হবে। আগামী ২৪ ঘণ্টায় এটি নিম্নচাপে পরিণত হওয়ার সম্ভাবনা। এই নিম্নচাপ পশ্চিমমুখী অগ্রসর হবে। শ্রীলঙ্কা ও তামিলনাডু উপকূলের অভিমুখে। একটি অক্ষরেখা রয়েছে দক্ষিণ বঙ্গোপসাগরে এই সিস্টেম থেকে পূর্ব মধ্য বঙ্গোপসাগর পর্যন্ত। এর প্রভাবে বিপরীত ঘূর্ণাবর্ত তৈরি হবে বাংলা ও ওড়িশায়।

আরও পড়ুন: Lord Shani: একদিনে ৩ যোগ! সৌভাগ্যের জোয়ার! বড়ঠাকুরের কৃপায় শনিদশা থেকে মুক্তি এই রাশির জাতকদের...

দক্ষিণবঙ্গে 

আজ, রবিবার ও আগামীকাল, সোমবার জগদ্ধাত্রী পুজোর আবহে হালকা বৃষ্টির সামান্য সম্ভাবনা উপকূলের জেলায়। পূর্ব মেদিনীপুর ও দক্ষিণ চব্বিশ পরগনায় হালকা বৃষ্টি বিক্ষিপ্তভাবে দু এক জায়গায় হতে পারে। নভেম্বরের মাঝামাঝি আবহাওয়ার পরিবর্তনের ইঙ্গিত। পরিবেশ উত্তুরে হাওয়া প্রবেশের পক্ষে অনুকূল হবে। নভেম্বরের ১৫ তারিখ থেকেই পারাপতন। পশ্চিমের জেলায় পারাপতন একটু বেশি। নভেম্বরের মাঝামাঝি থেকে শীতের আমেজ দক্ষিণবঙ্গের সব জেলাতেই।

উত্তরবঙ্গে 

দার্জিলিংয়ে হালকা বৃষ্টি  চলবে। কালিম্পংয়ের পার্বত্য এলাকায় হালকা বৃষ্টির খুব সামান্য সম্ভাবনা। এ সপ্তাহে পার্বত্য এই দুই জেলায় হালকা বৃষ্টি সামান্য সম্ভাবনা থাকবে। বাকি উত্তরবঙ্গের কোনও জেলাতেই বৃষ্টির সম্ভাবনা নেই। তবে সকালের দিকে নীচের জেলা মালদা ও দুই দিনাজপুরে কুয়াশার সম্ভাবনা থাকবে। মঙ্গলবার দার্জিলিং ও কালিম্পংয়ে হালকা বৃষ্টির সম্ভাবনা। বুধবার দার্জিলিং, কালিম্পং জলপাইগুড়ি জেলায় বৃষ্টির সম্ভাবনা। বৃহস্পতিবার দার্জিলিং ও কালিম্পংয়ে হালকা বৃষ্টির সম্ভাবনা। শুক্রবার থেকে শুধুমাত্র দার্জিলিং জেলায় হালকা বৃষ্টির সামান্য সম্ভাবনা। উত্তরবঙ্গে মূলত শুষ্ক আবহাওয়া। কাঞ্চনজঙ্ঘা রেঞ্জে বৃষ্টির সম্ভাবনা কম। তবে জলীয় বাষ্প থাকায় বাতাসে কিছুটা ধোঁয়াশা সৃষ্টি হবে। সোমবার পর্যন্ত সকালের দিকে সুস্পষ্ট কাঞ্চনজঙ্ঘা দেখার সম্ভাবনা থাকবে।

কলকাতায়

সকালের দিকে হালকা কুয়াশা ও ধোঁয়াশা শহরে। আগামী চার-পাঁচ দিন নতুন করে তাপমাত্রা নামার সম্ভাবনা নেই। শুষ্ক আবহাওয়াই চলবে; বৃষ্টির সম্ভাবনাও নেই। নভেম্বরের মাঝামাঝি শীতের আমেজ শুরু হবে। মূলত পরিষ্কার আকাশ। আবহাওয়ার পরিবর্তন ঘটবে। সর্বোচ্চ ও সর্বনিম্ন তাপমাত্রা ৩০ ও ২০ ডিগ্রি সেলসিয়াসের মধ্যে নামতে পারে। 

কলকাতার তাপমান 

আজ, রবিবার সর্বনিম্ন তাপমাত্রা ২২.৮ ডিগ্রি। গতকাল দিনের সর্বোচ্চ তাপমাত্রা ছিল ৩০.৭ ডিগ্রি। বাতাসে জলীয় বাষ্পের পরিমাণ বা আপেক্ষিক আর্দ্রতা ৫৬ থেকে ৯৫ শতাংশ। 

আরও পড়ুন: Bangladesh: হিন্দুদের উপর অত্যাচার এবার বন্ধ করতে হবে! ইউনূসের বাংলাদেশকে কড়া হুঁশিয়ারি মোদীর...

ভিন রাজ্যে 

ভারী বৃষ্টির পূর্বাভাস তামিলনাড়ু পন্ডিচেরি ও করাইকল রাজ্যে। কেরল ও মাহেতে ভারী বৃষ্টি হতে পারে। বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টির সম্ভাবনাও থাকবে তামিলনাড়ু পন্ডিচেরি ও করাইকলে।

(দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির টাটকা খবর, আপডেট এবং ভিডিয়ো পেতে ডাউনলোড-লাইক-ফলো-সাবস্ক্রাইব করুন আমাদের AppFacebookWhatsapp ChannelX (Twitter)YoutubeInstagram পেজ-চ্যানেল)

.