বিন্নাগুড়ি সেনা ছাউনিতে 'সার্জিক্যাল স্ট্রাইক', গাছে উঠে কাঁঠাল চুরি গজরাজের

দেখুন ভিডিও।

Updated By: Jun 29, 2021, 04:31 PM IST
বিন্নাগুড়ি সেনা ছাউনিতে 'সার্জিক্যাল স্ট্রাইক', গাছে উঠে কাঁঠাল চুরি গজরাজের

নিজস্ব প্রতিবেদন: সেনা ছাউনিতে হাতির আনাগোনা লেগেই থাকে। কাঁঠালের লোভের এবার সটান গাঠে উঠে পড়ল গজরাজ! এমনই অভিনব ঘটনার সাক্ষী থাকল জলপাইগুড়ির বিন্নাগুড়ি।

চারিদিকে ঘন জঙ্গল। হাতির যাতায়াতের পথ বা করিডরে পাশেই বিন্নাগুড়ি সেনা ছাউনি। মাঝে-মধ্যে সেখানে ঢুকে পড়ে হাতির দল। বিশাল এলাকায় ইচ্ছামতো ঘোরাঘুরি করে আবার ফিরে যায় জঙ্গলে। তবে, দিন কয়েক আগে অস্ত্রভাণ্ডারের খুব কাছে চলে এসেছিল হাতির পাল। আর তাতেই রীতিমতো আতঙ্ক ছড়িয়েছিল সেনা ছাউনিতে।

আরও পড়ুন: পাঁচশো বছরের প্রাচীন মন্দির থেকে চুরি গেল সোনা-রুপোর গয়না, নারায়ণ শিলাও!

জানা গিয়েছে, রবিবার রাতেও ফের বিন্নাগুড়ি সেনা ছাউনিতে হানা দেয় এক দাঁতাল। সামনেই ছিল একটি কাঁঠাল। দু'টি পা মাটিতে রেখে, অন্য দুই পায়ে ডাল ভর দিয়ে সেই গাছে উঠে পড়ে গজরাজ! এরপর শুঁড়ের সাহায্যে কাঁঠাল খুঁজতে ব্যস্ত হয়ে পড়ে সে। শেষপর্যন্ত গাছ থেকে কাঁঠাল পেড়ে খেয়ে তবেই শান্তি! তারপর? যেভাবে সেনা ছাউনিতে ঢুকেছিল, ঠিক সেভাবে অন্যত্র চলে যায়টি হাতিটি।

 

 

হাতির কেরামতিতে তাজ্জব বনে গিয়েছেন সেনা আধিকারিকরা।

(Zee 24 Ghanta App: দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির লেটেস্ট খবর পড়তে ডাউনলোড করুন Zee 24 Ghanta App)

 

.