পাঁচশো বছরের প্রাচীন মন্দির থেকে চুরি গেল সোনা-রুপোর গয়না, নারায়ণ শিলাও!

মন্দিরে সোনা ও রুপোর গয়না ছিল প্রচুর।

Updated By: Jun 29, 2021, 03:05 PM IST
পাঁচশো বছরের প্রাচীন মন্দির থেকে চুরি গেল সোনা-রুপোর গয়না, নারায়ণ শিলাও!

নিজস্ব প্রতিবেদন: পাঁচশো বছরের প্রাচীন এক মন্দির থেকে চুরি গেল সোনা ও রুপোর গয়না-সহ নারায়ণ শিলাও! চুরির ঘটনাটি ঘটেছে বীরভূমের নলহাটি পৌরসভার পনেরো নম্বর ওয়ার্ডের জগধারী রাধামাধব মন্দিরে। 

আজ মঙ্গলবার সকালে পুজো দিতে গিয়ে ওই মন্দিরে (Temple) চুরির ঘটনাটি দেখতে পান এলাকার বাসিন্দারা। তাঁরা দেখেন, মন্দিরের পিছনের দরজার তালা ভাঙা। তাতে অনুমান, মন্দিরের ওই পিছনের দরজার তালা ভেঙেই মন্দিরে ঢোকে ও চুরি করে দুষ্কৃতকারীরা।

আরও পড়ুন: জগদ্দলে গুলি-কাণ্ডে গ্রেফতার ১, মঙ্গলবারই তোলা হবে আদালতে

এলাকাবাসী জানান, এই রাধামাধব মন্দিরটি প্রায় পাঁচশো থেকে ছ'শো বছরের পুরনো। প্রাচীন মন্দির হওয়ায় মন্দিরে সোনা ও রুপোর গয়নাও ছিল প্রচুর। তা ছাড়া প্রাচীন ও ঐতিহ্যবাহী নারায়ণ শিলা পূজিত হতেন এই মন্দিরে। সেই সবই চুরি করে নিয়ে গিয়েছে চোরেরা। 

চুরির ঘটনাটি থানায় জানানো হয়েছে। নলহাটি (Nalhati) থানার পুলিস ঘটনাস্থলে গিয়ে তদন্তও শুরু করেছে।

(Zee 24 Ghanta App : দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির লেটেস্ট খবর পড়তে ডাউনলোড করুন Zee 24 Ghanta App)

আরও পড়ুন: Mango to Modi: রাজনৈতিক মতবিরোধের মধ্যেও আম-সম্পর্কে বিমুখ নন আম-জনতার নেত্রী

.