নিজস্ব প্রতিবেদন: ছাগলের লোভে খাঁচাবন্দি হল চিতাবাঘ।


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

ঘটনাটি ঘটেছে মালবাজার (malbazar) মহাকুমার মাল ব্লকের টুনবাড়ি চা-বাগানে (toonbari tea estate)। বনদপ্তরের (forest dept) পাতা খাঁচায় ধরা পড়ল পূর্ণবয়স্ক চিতাবাঘটি। 


এর আগেও এভাবে বাঘ ধরা হয়েছে। এবারে ধরা পড়ল পূর্ণবয়স্ক একটি স্ত্রী চিতা। স্থানীয় সূত্রে জানা গিয়েছে, বেশ কিছুদিন ধরেই বাগানের মধ্যে চিতাবাঘের (chitabagh)আনাগোনা লক্ষ্য করছিলেন বাগানের চা-শ্রমিকরা। তাই বন দপ্তরের কাছে তাঁরা আবেদনও জানিয়েছিলেন যেন বাঘ ধরার খাঁচা পাতা হয়। তাঁদের অনুরোধমতোই বন দফতরের তরফে ছাগলের টোপ দিয়ে বাঘ-ধরা খাঁচা পাতাও হয় বাগানে।


আরও পড়ুন: WB Assembly Election 2021 Live: মমতার চোট, 'সবাই যেন ভালো থাকে,' ঘটনাস্থল ঘুরে 'প্রার্থনা' শুভেন্দুর


বৃহস্পতিবার টুনবাড়ি চা-বাগানের ১৯ নম্বর সেকশনে পাতা সেই খাঁচায় শেষমেশ ধরা পড়ল পূর্ণবয়স্ক একটি স্ত্রী চিতাবাঘ। বাগানের চা-শ্রমিকরা সকালবেলা তাঁদের কাজে যোগ দিতে গেলে খাঁচাবন্দি চিতাটিকে দেখতে পান। 


বন দফতরে খবর দেওয়া হয়। ঘটনাস্থলে দ্রুত পৌঁছন বনকর্মীরা। বনকর্মীরা খাঁচাবন্দি চিতাবাঘকে উদ্ধার করে গরুমারা জাতীয় উদ্যানে (gorumara national park) নিয়ে যাবেন। সেখানেই তার প্রাথমিক চিকিৎসা চলবে। সুস্থ হলেই গরুমারা জঙ্গলে ছেড়ে দেওয়া হবে বাঘটিকে।


আরও পড়ুন: WB assembly election 2021 : খুঁটিতে লেগেই চোট পান Mamata, নন্দীগ্রামের মানুষ ষড়যন্ত্র জানে না : Sisir