অগাস্টে রেজিস্ট্রি ম্যারেজ, তার আগেই চরম পরিণতি যুবতীর

ওদলাবাড়ি সুভাষপল্লীর বাসিন্দা বছর ২১' র যুবতি প্রিয়া রায় চার বোনের মধ্যে ছোটো। তিন দিদির বিয়ে হয়ে গিয়েছে।

Updated By: Jul 25, 2018, 05:04 PM IST
অগাস্টে রেজিস্ট্রি ম্যারেজ, তার আগেই চরম পরিণতি যুবতীর

নিজস্ব প্রতিবেদন:  অগাস্টে রেজিস্ট্রি ম্যারেজ হওয়ার কথা ছিল। তার ঠিক আগেই গলায় ফাঁস লাগিয়ে আত্মঘাতী হলেন এক যুবতী। ঘটনাটি ঘটেছে মাল মহকুমার ওদলাবাড়ি সুভাষপল্লি এলাকায়।

ওদলাবাড়ি সুভাষপল্লীর বাসিন্দা বছর ২১' র যুবতি প্রিয়া রায় চার বোনের মধ্যে ছোটো। তিন দিদির বিয়ে হয়ে গিয়েছে। মাস দুয়েক আগে মা মারা গিয়েছেন। বাড়িতে বাবা ভোলা রায়ের সঙ্গে থাকতেন প্রিয়া। প্রতিবেশীরা জানিয়েছেন সম্প্রতি শিলিগুড়িতে একটি বেসরকারি সংস্থা থেকে নার্সিং ট্রেনিং শেষ করেছিলেন তিনি। অগাস্টের  শুরু থেকেই একটি বেসরকারি সংস্থায় কাজে যোগ দেবার কথাও চূড়ান্ত হয়েছিল।

আরও পড়ুন: জালে ৩ কেজির রূপোলি শস্য, দাম ১২ হাজার!

পাশাপাশি শিলিগুড়ির এক যুবকের সঙ্গে তার ঘনিষ্ঠ যোগাযোগও গড়ে উঠেছিল বলে জানা গিয়েছে। অগাস্টেই  তাঁদের রেজিস্ট্রি হওয়ার কথা ছিল।

মঙ্গলবার সকালে বাড়ি থেকে প্রিয়ার ঝুলন্ত দেহ উদ্ধার হয়। কী কারণে আত্মহত্যা করলেন প্রিয়া, তা নিয়ে এখনও ধোঁয়াশা রয়েছে। তদন্তে নেমেছে পুলিস।

.