Jalpaiguri | Elephant: গভীর রাত, ঘুমন্ত মিনতি দেবীর বিছানার সামনে এ কে! তারপর...
স্থানীয় সূত্রে খবর মঙ্গলবার গভীর রাতে সোনাখালীর জঙ্গল থেকে একটি বুনো দাঁতাল বের হয়ে মিনতি দেবীর ঘরের বেড়া ভেঙ্গে বিছানার কাছে চলে যায়। আর তাতেই অল্পের জন্য প্রাণে বাঁচেন মিনতি দেবী। ঘরে যাবতীয় জিনিসপত্র ভেঙে তছনছ করে দেয়। পাশে থাকা একটি রান্নাঘর সেটিকেও ভেঙে তছনছ করে দেয়।
প্রদ্যুৎ দাস: গভীর রাতে ঘুমন্ত অবস্থায় বিছানার সামনে হঠাৎ এই কার দর্শন পেলেন মিনতি দেবী! তারপর যা ঘটলো তা আগে কখনও ঘটেনি।
রাত তখন ১ টা। গভীর নিদ্রায় মগ্ন ছিলেন বছর ৫৫ এর মিনতি রায়। হঠাৎই ঘুমের ঘোরে গজরাজের হানা। কোনও রকমে প্রাণ নিয়ে পালিয়ে বাঁচেন মিনতি দেবী। অনেকদিন আগেই স্বামীর মৃত্যু হয়েছে। বাড়িতে এক ছেলে এক মেয়ে। দুজনকে নিয়েই সংসার মিনতি দেবীর।
আরও পড়ুন: Keshpur: তৃণমূলের কমিটিতে সিভিক ভলেন্টিয়ারের নাম, আদালতে যাওয়ার হুশিয়ারি বিজেপির
মঙ্গলবার রাতে তখন মা ও ছেলে নিদ্রায় মগ্ন ছিল। বিয়ের অনুষ্ঠানের যোগ দিতে যায় মেয়ে পূজা। তারপর এমন ঘটনায় চাঞ্চল্য ছড়িয়ে পড়ে জলপাইগুড়ি জেলার ধুপগুড়ি ব্লকের মল্লিক শোভা গ্রামের ঠাকুরপাট এলাকায়।
আরও পড়ুন: Cyclone Mocha: 'মোচা'- র প্রভাব পড়বে বাংলায়? কন্ট্রোল রুম খুলেছে পট্টনায়েক সরকার
স্থানীয় সূত্রে খবর মঙ্গলবার গভীর রাতে সোনাখালীর জঙ্গল থেকে একটি বুনো দাঁতাল বের হয়ে মিনতি দেবীর ঘরের বেড়া ভেঙ্গে বিছানার কাছে চলে যায়। আর তাতেই অল্পের জন্য প্রাণে বাঁচেন মিনতি দেবী। ঘরে যাবতীয় জিনিসপত্র ভেঙে তছনছ করে দেয়। পাশে থাকা একটি রান্নাঘর সেটিকেও ভেঙে তছনছ করে দেয়।
চিৎকার চেঁচামেচি শুনে স্থানীয়রা ছুটে এলে হাতিটি ফের জঙ্গলের দিকে রওনা দেয়। খবর দেওয়া হয় মোরাঘাট রেঞ্জের বনকর্মীদের। তবে মাঝেমধ্যেই জঙ্গল লাগোয়া জনবসতি এলাকার মানুষরা গজরাতের আতঙ্কে রাত কাটান বলে দাবি বাসিন্দাদের।