ভূতে ধরায় জুতো মুখে দৌড় করালো কালনার গৃহবধূকে

এক প্রতিবেশীর কথায়, ওই মহিলাকে ভূতে ধরার সন্দেহ করতো বাড়ির লোকজন। এক বছরের মধ্যে অসুস্থ হয়ে গ্রামের দুই যুবকের মৃত্যু হয়। তাদেরই আত্মা নাকি ওই গৃহবধূর উপর ভর চড়ে বসেছে।

Updated By: Dec 2, 2018, 07:48 PM IST
ভূতে ধরায় জুতো মুখে দৌড় করালো কালনার গৃহবধূকে
প্রতীকী ছবি।

নিজস্ব প্রতিবেদন: ফের কুসংস্কারের ছায়া কালনায়। ভূতে ধরেছে এমন সন্দেহে ওঝা ডেকে ঝাড়ফুঁক চালালো এক গৃহবধূর উপর। এমনকি ভূতকে শাস্তি দিতে অসুস্থ ওই মহিলাকে জুতো মুখে নিয়ে দৌড় করানোর অভিযোগ উঠল। এই ঘটনার জেরে ব্যাপক চাঞ্চল্য ছড়ালো কালনার পূর্ব সাতগাছিয়ার মাঝের পাড়া গ্রামে।

নার্ভের সমস্যায় ভুগছিলেন মাঝের পাড়া গ্রামের পল্লবী হালদার নামে ওই গৃহবধূ। মাঝে মধ্যে জ্ঞান হারাতেন তিনি। হাতে পায়ে টান ধরলে দাঁতে দাঁত লেগে যেত তাঁর। পরিবারের দাবি, অনেক চিকিৎসা করেও কোনো সাড়া মেলেনি। এরপরই ওঝার দ্বারস্থ হয় পল্লবীর পরিবার।

আরও পড়ুন- ভোটের ডিউটি নিয়ে শিক্ষকদের হুঁশিয়ারি অনুব্রত মণ্ডলের

এক প্রতিবেশীর কথায়, ওই মহিলাকে ভূতে ধরার সন্দেহ করতো বাড়ির লোকজন। এক বছরের মধ্যে অসুস্থ হয়ে গ্রামের দুই যুবকের মৃত্যু হয়। তাদেরই আত্মা নাকি ওই গৃহবধূর উপর ভর চড়ে বসেছে। স্থানীয়ও এক ওঝাকে ডেকে নিয়ে আসে শ্বশুরবাড়ির লোকেরা।  শুরু হয় ঝাড়ফুঁক, তুকতাক। আত্মা বার করতে গৃহবধূর উপর শারীরিক অত্যাচার শুরু করে ওঝা। এরপর ওই মহিলা আরও অসুস্থ হয়ে পড়েন বলে জানান গ্রামবাসীরা।

আরও পড়ুন- অজানা মোবাইল গেমের ফাঁদে আত্মঘাতী কলেজছাত্র

এই ঘটনার তীব্র নিন্দা করেছেন কালনার বিজ্ঞান মঞ্চ। ওই সংগঠনের সদস্য তাপস কুমার কার্ফ জানিয়েছেন, এমন কুসংস্কারের বিরুদ্ধে এক জোট হয়ে লড়াই চালানো উচিত গ্রামবাসীদের। তাপস বাবুর দাবি, সচেতনতা বাড়াতে একাধিক পদক্ষেপ করা হচ্ছে। এর পরও যে প্রত্যন্ত গ্রামে এমন ঘটনা ঘটছে তা নিয়ে উদ্বেগ প্রকাশ করেছেন তিনি।

.