গৃহবধূকে ধারালো অস্ত্র দিয়ে খুন করে আত্মঘাতী ‘প্রেমিক’

আট মাস আগে পূর্বস্থলীর গৌরাঙ্গ মন্ডলের সঙ্গে বিয়ে হয় মন্তেশ্বরের চন্দনপোতা গ্রামের বন্যা মন্ডলেরl তাঁদের দুজনের একটি কন্যা সন্তান আছে

Updated By: Dec 14, 2019, 06:54 AM IST
গৃহবধূকে ধারালো অস্ত্র দিয়ে খুন করে আত্মঘাতী ‘প্রেমিক’
প্রতীকী ছবি।

নিজস্ব প্রতিবেদন: গৃহবধূকে বাড়িতে ঢুকে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে খুন করার অভিযোগ উঠলো এক ব্যক্তির বিরুদ্ধেl খুনের পর নিজে গলায় ফাঁস লাগিয়ে আত্মঘাতী হন ওই ব্যক্তিl ঘটনাটি কালনার মন্তেশ্বরের চন্দনপোতা গ্রামেl

মৃত গৃহবধূর নাম বন্যা মন্ডলl তাঁর সঙ্গে আত্মঘাতী ওই ব্যক্তির সঙ্গে বিবাহ বহির্ভূত সম্পর্ক ছিল বলে অভিযোগ। প্রেমিকের নাম দীপক হালদারl প্রেমিক ও প্রেমিকার দেহ উদ্ধার করে মন্তেশ্বর থানায় নিয়ে আসে পুলিসl

আট মাস আগে পূর্বস্থলীর গৌরাঙ্গ মন্ডলের সঙ্গে বিয়ে হয় মন্তেশ্বরের চন্দনপোতা গ্রামের বন্যা মন্ডলেরl তাঁদের দুজনের একটি কন্যা সন্তান আছেl মাস চারেক আগে তাঁদের বাড়িতে নির্মাণ কাজ করতে আসেন মুর্শিদাবাদের কান্দি থেকে দীপক হালদারl সেই সূত্রে বাড়ির বধূ বন্যার সঙ্গে দীপক প্রেমের সম্পর্কে জড়িয়ে পড়েনl প্রেমিকের সঙ্গে পালিয়ে চার মাস ঘরও করেন বন্যাl এই সম্পর্ক জানাজানি হতেই স্বামী-স্ত্রীর মধ্যে দূরত্ব বেড়ে যায়l পরে বন্যার বাবা মেয়েকে বুঝিয়ে ঘরে ফিরিয়ে নেয় l স্বামীকে ছেড়ে বাপের বাড়িতে থাকতে শুরু করেন বন্যাl

আরও পড়ুন- ছাড়পত্র মিলে গিয়েছে, ৭ দিনেই শুরু হবে দেউচা-পাঁচমি কয়লাখনির কাজ : মমতা

পরবর্তী সময়ে ফের স্বামী স্ত্রীর সঙ্গে সস্পর্ক জোড়া লাগেl এই খবর সোশ্যাল মিডিয়ার মাধ্যমে জানতে পারেন প্রেমিক দীপকl এরপরই বন্যার বাড়িতে ঢুকে নৃশংস ভাবে কুপিয়ে খুন করেন দীপক। তাঁকে বাধা দিতে আসে বন্যার পরিবারl এরপরই অস্ত্র ফেলে চম্পট দেন দীপক। ঘটনাস্থল থেকে প্রায় তিন কিলোমিটার দূরে ঘূর্ণি গ্রামে একটি আমগাছে গলায় ফাঁস লাগিয়ে আত্মঘাতী হনl ঘটনার তদন্ত শুরু করেছে মন্তেশ্বর থানার পুলিসl   

.