লাগাতার নাবালিকাকে ধর্ষণ প্রৌঢ়ের, গ্রেফতার প্রতিবেশী

অভিযোগ পাওয়ার কয়েক ঘন্টার মধ্যেই অভিযুক্তকে গ্রেফতার করে পুলিস

Updated By: Feb 19, 2022, 10:10 AM IST
লাগাতার নাবালিকাকে ধর্ষণ প্রৌঢ়ের, গ্রেফতার প্রতিবেশী
নিজস্ব চিত্র

নিজস্ব প্রতিবেদন: বছর চোদ্দ বয়সের এক নাবালিকাকে লাগাতার ছয় মাস ধরে ধর্ষণের অভিযোগ উঠলো ৫১ বছর এক প্রৌঢ়ের বিরুদ্ধে। ইতিমধ্যেই গ্রেফতার করা হয়েছে ওই প্রৌঢ়কে। 

স্থানীয় সুত্রে জানা গিয়েছে জীবনতলা ঘুঁটিয়ারী শরীফ পুলিশ  ফাঁড়ি এলাকার পিয়ালির কলাড়িয়ার বাসিন্দা অভিযুক্ত প্রৌঢ় সুনীল শীল। অন্যদিকে তারই প্রতিবেশী বছর চোদ্দ বয়সের এক নাবালিকাকে ধর্ষণের অভিযোগ তার বিরুদ্ধে। যানা গেছে যে ওই নাবালিকার বাবা-মা কলকাতায় পরিচারিকার কাজ করততেন। প্রতিদিনই সকালে কাজের সূত্রে কলকাতায় চলে যেতেন তারা। বাড়ি ফিরতে তাদের সন্ধ্যে হয়ে যেত। সেই সুযোগে প্রতিবেশি ওই নাবালিকাকে খাবারের প্রলোভন দিয়ে প্রতিনিয়ত ধর্ষণ করতে ওই প্রৌঢ়।

আরও পড়ুন: গনপিটুনির ঘটনায় আটক ১ মহিলা সহ ৫, আরও অনেকের জড়িত থাকার সন্দেহ পুলিসের

ওই নাবালিকা যদি কোথাও এই ঘটনার কথা জানায় তাহলে তাকে মেরে ফেলার হুমকি দিত বলেও জানা গেছে। এমন ভাবে দীর্ঘ প্রায় ছয় মাস ধরে ওই নাবালিকাকে লাগাতর ধর্ষণ করেন ওই প্রৌঢ় সুনীল শীল। এরপরে এলাকার লোকজন এই ঘটনার কথা জানার পরেই জানতে পারে ওই নাবালিকার পরিবার। এরপরেই ওই নাবালিকার পরিবারের লোকজন ঘুঁটিয়ারী শরীফ পুলিস ফাঁড়িতে অভিযোগ দায়ের করেন ওই প্রৌঢ়ের বিরুদ্ধে। তাদের অভিযোগের ভিত্তিতে তদন্ত নামে ঘুঁটিয়ারী শরীফ ফাঁড়ির পুলিস। অভিযোগ পাওয়ার কয়েক ঘন্টার মধ্যেই অভিযুক্ত সুনিল শীলকে গ্রেফতার করে তারা।

(Zee 24 Ghanta App দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির লেটেস্ট খবর পড়তে ডাউনলোড করুন Zee 24 Ghanta App)  

.