হাসপাতাল থেকে পালিয়ে ছিল করোনা সন্দেহভাজন, বাড়ি থেকে ধরে আনা হল যুবককে

উল্লেখ্য, জি ২৪ ঘণ্টায় গতকাল দুপুরেই আমরা করোনা সন্দেহভাজনের খবর সম্প্রচার করি। তারপরই সোশ্যাল মিডিয়ায় আমাদের বিরুদ্ধে পর পর পোস্ট করতে শুরু করেন দিনহাটার বিধায়ক উদয়ন গুহ।

Updated By: Mar 27, 2020, 11:17 PM IST
হাসপাতাল থেকে পালিয়ে ছিল করোনা সন্দেহভাজন, বাড়ি থেকে ধরে আনা হল যুবককে

নিজস্ব প্রতিবেদন: করোনার লক্ষণ নিয়ে দিনহাটা থেকে রেফার করা রোগী পালাল কোচবিহার মেডিক্যাল থেকে। সারাদিন খোঁজার পর বাড়ি থেকে ধরে আনা হল তাঁকে। ঘটনায় বৃহস্পতিবার ঘটনায় চাঞ্চল্য গোটা এলাকায়। ভিনরাজ্য থেকে আসা চার শ্রমিককে দিনহাটা হাসপাতালে কোয়ারেন্টিনে রাখা হয়। গতকাল সে খবর সম্প্রচার করি আমরা। তবে তা মানতে চাননি হাসপাতাল কর্তৃপক্ষ। তাঁর হাসপাতালে কোনও করোনা রোগী নেই বলে সোশ্যাল মিডিয়াতে দাবি করেন সুপার রঞ্জিত মণ্ডল। 

আরও পড়ুন: করোনা সন্দেহে হাসপাতালে ভর্তি রোগী, চিকিৎসকদের উদ্যোগে জন্মদিন পালন হল বেডেই

কিছুক্ষণের মধ্যে পরিস্থিতি বদলায়। বিকেলে ১৮০ ডিগ্রি ঘুরে হাসপাতাল জানায় ৪ জনের মধ্যে একজনের করোনা উপসর্গ থাকায় কোচবিহার মেডিক্যালে রেফার করা হয়েছিল তাঁকে। অ্যাম্বুলেন্সে করে রোগীকে আনার পর স্বাস্থ্যকর্মীদের চোখে ধুলো দিয়ে পালিয়ে যায় যুবক। এরপর খোঁজ মেলে দিনহাটার নিখোঁজ করোনা সন্দেহভাজন যুবকের। সকালের পর জানা যায় সিতাইয়ের বাড়িতেই রয়েছেন যুবক, জানিয়েছেন বাবা। করোনার উপসর্গ নিয়েই কীভাবে বাড়িতে যুবক? উঠছে প্রশ্ন। 

আরও পড়ুন: মানবিক, গৃহহীনদের জন্য খাবার ও আশ্রয়ের আয়োজন কলকাতা পুলিসের

উল্লেখ্য, জি ২৪ ঘণ্টায় গতকাল দুপুরেই আমরা করোনা সন্দেহভাজনের খবর সম্প্রচার করি। তারপরই সোশ্যাল মিডিয়ায় আমাদের বিরুদ্ধে পর পর পোস্ট করতে শুরু করেন দিনহাটার বিধায়ক উদয়ন গুহ। তবে দিনের শেষে রোগী পালানোয় প্রমাণিত, দুপুরে আমরা সঠিক খবর সম্প্রচার করেছিলাম।

.