Video: চলন্ত ট্রেনে উঠতে গিয়ে পিছলে গেল পা, বৃদ্ধকে বাঁচালেন RPF জওয়ান

দুর্ঘটনা ঘটল মেদিনীপুর স্টেশনে।

Updated By: Nov 11, 2021, 11:55 PM IST
Video:  চলন্ত ট্রেনে উঠতে গিয়ে পিছলে গেল পা, বৃদ্ধকে বাঁচালেন RPF জওয়ান

নিজস্ব প্রতিবেদন: চলন্ত ট্রেনে উঠতে গিয়ে ঘটল বিপত্তি। পা পিছলে ট্রেনের তলার চলে যাওয়ার উপক্রম! কর্তব্যরত এক আরপিএফ জওয়ার তৎপরতায় প্রাণ বাঁচল বৃদ্ধের। ঘটনাটি ঘটেছে মেদিনীপুর স্টেশন।

জানা গিয়েছে, ওই বৃদ্ধের নাম বাদল নাগ। বাড়ি, পশ্চিম মেদিনীপুরেরই দাঁতনের করঞ্জাই গ্রামে। ঘড়িতে তখন সন্ধে পৌন সাতটা। এদিন ট্রেন ধরতে মেদিনীপুর স্টেশনে আসেন বছর বাহাত্তরের ওই বৃদ্ধা। গন্তব্য, পাঁশকুড়া। কিন্তু ততক্ষণে ২ নম্বর প্ল্যাটফম থেকে ছেড়ে দিয়েছে ডাউন মেদিনীপুর-হাওড়া লোকাল। চলন্ত ট্রেনের গেট ধরে ওঠার চেষ্টা করেন বাদল। 

 

তারপর? ট্রেনে উঠতে পারেননি, বরং পা পিছলে ভাসছিলেন শূন্যে! আর একটু দেরি হলেই ট্রেনের তলায় ঢুকে যেতেন বাদল। ছুটে এসে কোনওমতে তাঁকে উদ্ধার করেন মেদিনীপুর স্টেশন কর্তব্যরত আরপিএফ জওয়ান সন্দীপ ধল। মৃত্যুর মুখ থেকে ফিরিয়ে আনেন। ঘটনার জেরে স্তম্ভিত হয়ে যান বাদল। কিছুটা ধাতস্ত হওয়ার পর ফের তাঁকে ট্রেনে তুলে দেন আরপিএফ জওয়ানই।

(Zee 24 Ghanta App : দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির লেটেস্ট খবর পড়তে ডাউনলোড করুন Zee 24 Ghanta App)

.