Ushti Blast: বোমাকে বল ভেবে খেলতে গিয়ে বিস্ফোরণ! গুরুতর জখম শিশু

 বোমা এল কোথা থেকে?  তদন্তে পুলিস। 

Updated By: Apr 2, 2022, 04:30 PM IST
Ushti Blast: বোমাকে বল ভেবে খেলতে গিয়ে বিস্ফোরণ! গুরুতর জখম শিশু

নিজস্ব প্রতিবেদন: বোমাকে বল ভেবে খেলতে গিয়েছিল। বিস্ফোরণে গুরুতর আহত ৪ বছরের শিশু। বোমা এল কোথা থেকে? কীভাবেইবা বিস্ফোরণ ঘটল? তদন্তে নেমেছে পুলিস। ঘটনাস্থল দক্ষিণ ২৪ পরগনার উস্তি।

স্থানীয় সূত্রের খবর, ওই শিশুটির নাম ওমর শেখ। বাড়ি, উস্তি থানার কেয়াকোনা এলাকায়। এদিন সকালে বাড়ি থেকে বেশ খানিক দূরে খেলা করছিল সে। সেখানে একটি পরিত্যক্ত বাড়ির কাছে গাছের তলায় পড়েছিল বোমা! সেই বোমাটিকে যখন বল ভেবে খেলতে যায়, তখনই ঘটে বিস্ফোরণ। বিকট শব্দ শুনে ঘটনাস্থলে পৌঁছন পরিবারের লোকেরা। তাঁরা দেখেন, গুরুতর জখম অবস্থায় পড়ে রয়েছে ওমর। হাত-পা ঝলসে গিয়েছে তার। 

আরও পড়ুন: kangaroo: রাস্তার পাশে মৃত ক্যাঙ্গারু! কোথা থেকে এল?

তড়িঘড়ি শিশুকে ভর্তি করা হয় ডায়মন্ড হারবার সুপার স্পেশালিটি হাসপাতালে। কীভাবে এই ঘটনা ঘটল? থানায় খবর দেন স্থানীয় বাসিন্দারা। ডায়মন্ড হারবারের এসডিপিও মিতুন দে নিজে ঘটনাস্থল পরিদর্শন করেছেন। এর আগে, মালদহে কালিয়াচকে আবার একটি বাড়িতে বিস্ফোরণ ঘটেছিল। প্রাণ গিয়েছিল ৩ বছরের শিশুর।

আরও পড়ুন: Nadia: বৃদ্ধাশ্রমেই খুঁজে পেলেন পথচলার সঙ্গী, সত্তরে সাতপাকে বাঁধা পড়লেন বৃদ্ধ-বৃদ্ধা

(Zee 24 Ghanta App দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির লেটেস্ট খবর পড়তে ডাউনলোড করুন Zee 24 Ghanta App)