Abhishek Banerjee: 'পঞ্চায়েতে এমন ব্যক্তিকে দরকার, যাঁরা দিল্লির বিরুদ্ধে লড়াইটা করবে'
অনব্রতহীন বীরভূমে নবজোয়ার। জনসংযোগ যাত্রায় অভিষেক বন্দ্যোপাধ্যায়।
প্রসেনজিৎ মালাকার: 'নরেন্দ্র মোদী যা যা প্রতিশ্রুতি দিয়েছেন, কোনও প্রতিশ্রুতি পূরণ হয়নি'। বীরভূমে 'নবজোয়ার' কর্মসূচিতে ফের কেন্দ্রকে নিশানা করলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। বললেন, 'পঞ্চায়েতে এমন ব্যক্তিকে দরকার, যাঁরা মাথা উঁচু করে দিল্লির চোখ রাঙানির বিরুদ্ধে লড়াইটা করবে। বশ্যতা স্বীকার করবে না'।
কেষ্টহীন বীরভূমে 'তৃণমূলের নবজোয়ার'। জনসংযোগ যাত্রায় অভিষেক। এদিন মহম্মদবাজারে জনসভায় তিনি বলেন, 'আমরা কথা দিয়ে, কথা রেখেছি। আমরা মিথ্যা কথা মানুষকে বলি না। আমরা বলি না যে, ক্ষমতা এলে ১৫ লক্ষ দেব। তারপর নির্বাচনে জেতার পর কেটে পরি না। আমরা বলেছিলাম, ক্ষমতায় এলে পরিবারের একজনকে লক্ষ্মীর ভান্ডার দেব। মমতা বন্দ্যোপাধ্যায় ক্ষমতার আসার পর, একজনকে নয়, পরিবারের সবাইকে লক্ষ্মীর ভান্ডার দিয়েছে। এটাই হচ্ছে তাদের আর আমাদের মধ্যে পার্থক্য'।
একুশের বিধানসভা নির্বাচনে বীরভূমে ১১টি আসনের মধ্যে ১০টিতেই জিতেছেন তৃণমূল। অভিষেক বলেন, 'বীরভূমে ঢাকঢোল বাজিয়ে লোকসভা, বিধানসভা প্রচার শুরু করেছিল। ১১টার মধ্যে ১০ গোল খেয়েছে। আমরা ১০ গোল দিয়েছি, একটায় হেরেছি। আগামী নির্বাচনে ১১-০ হবে। তৃণমূল কংগ্রেস যা বলে, তা করে দেখায়'।
২০২০ সালে ভারত-চিন সীমান্তে গালওয়ানে শহিদ হয়েছিলেন মহম্মদবাজারের বেলগড়িয়া গ্রামের যুবক রাজেশ ওড়াং। এদিন সভার শেষে শহিদ জওয়ানে গ্রামে যান অভিষেক। শহীদ বেদি মাল্যদান শ্রদ্ধাজ্ঞাপন করে তিনি। কথা বলেন রাজেশের পরিবারের লোকেদের সঙ্গে।