দু'কেজি পরের কথা, ২ গ্রাম সোনা দেখান, পালটা চ্যালেঞ্জ অভিষেকের

অভিষেকের দাবি, অমিত শাহের বিরুদ্ধে মামলা করাতেই তাঁর ও তাঁর পরিবারকে হেনস্থা করার চেষ্টা করছে কেন্দ্রীয় সরকার। এমনকী ওই রাতে বিমানবন্দরে পুলিস পাঠানোর অভিযোগও অস্বীকার করেন তিনি। 

Updated By: Mar 24, 2019, 03:58 PM IST
দু'কেজি পরের কথা, ২ গ্রাম সোনা দেখান, পালটা চ্যালেঞ্জ অভিষেকের

নিজস্ব প্রতিবেদন: কলকাতা বিমানবন্দরে তাঁর স্ত্রীকে হেনস্থা করা হয়েছে। কেন্দ্রীয় শুল্ক বিভাগের বিরুদ্ধে এই অভিযোগে সরব হলেন সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়। রবিবার এক সাংবাদিক বৈঠকে এই নিয়ে মিথ্যা প্রচার হচ্ছে বলে অভিযোগ তোলেন তিনি। অপপ্রচারের অভিযোগে বিজেপি-সহ বিরোধীদের কাঠগড়ায় তুলেছেন অভিষেক। 

 

এদিন কাস্টমস বিভাগকে পালটা চ্যালেঞ্জ ছুঁড়ে অভিষেক বলেন, 'আমার স্ত্রীর ব্যাগে নিষিদ্ধ কোনও বস্তু থাকলে তা কেন আটক করলেন না আধিকারিকরা। কেন তাঁকে ছেড়ে দেওয়া হল?' অভিষেকের চ্যালেঞ্জ, 'ক্ষমতা থাকলে সিসিটিভি ফুটেজ প্রকাশ করুক কাস্টমস ও সিআইএসএফ। ২ গ্রাম সোনা দেখাতে পারলে রাজনীতি ছেড়ে দেব।'

অভিষেকের দাবি, অমিত শাহের বিরুদ্ধে মামলা করাতেই তাঁর ও তাঁর পরিবারকে হেনস্থা করার চেষ্টা করছে কেন্দ্রীয় সরকার। এমনকী ওই রাতে বিমানবন্দরে পুলিস পাঠানোর অভিযোগও অস্বীকার করেন তিনি। 

অভিষেক বলেন, 'আমার স্ত্রী চিকিত্সার জন্য ব্যাংককে গিয়েছিলেন। সে প্রমাণ আমার কাছে আছে। ফেরার সময় দীর্ঘক্ষণ এয়ারপোর্টে আটকে থাকায় তাঁকে সহযোগিতার জন্য ১০ মিনিটের জন্য এক মহিলা কন্সটেবলকে পাঠানো হয়। কাস্টমসের কাজে বাধা দেওয়ার অভিযোগ একেবারে মিথ্যে।'

অভিষেক বলেন, 'এই নিয়ে যে কোনও তদন্তের মুখোমুখি হতে তৈরি আমি। দরকারে নির্বাচন কমিশনের কাছে যাব।' 

ভোটের আগেই গ্রাহকের অ্যাকাউন্টে হাজার হাজার টাকা! জোর চাঞ্চল্য

অভিষেক জানান, 'আমার স্ত্রী ব্যাংককে জন্মেছেন। তাই তাঁর কাছে থাইল্যান্ডের পাসপোর্ট জন্ম থেকেই রয়েছে।' স্ত্রী ভারতের ভোটার নয় বলেও জানান তিনি। 

অভিষেক এদিন সংবাদমাধ্যমের একাংশের বিরুদ্ধেও ক্ষোভ প্রকাশ করেন। বলেন, এই নিয়ে বিভ্রান্তিকর সংবাদ পরিবেশন করেছে একাধিক সংবাদমাধ্যম। তাদের আইনি চিঠি পাঠানো হবে। 

.