ABVP-TMCP সংঘর্ষে ধুন্ধুমার বাজকুল কলেজে, বোমাবাজি, বাইকে আগুন

ABVP কলেজে পতাকা লাগাতে যায়। পতাকা লাগানোকে কেন্দ্র করে তৃণমূল ছাত্র পরিষদ (TMCP) সদস্যদের সঙ্গে তাদের গন্ডগোল বাধে। 

Updated By: Jan 4, 2021, 03:42 PM IST
ABVP-TMCP সংঘর্ষে ধুন্ধুমার বাজকুল কলেজে, বোমাবাজি, বাইকে আগুন

নিজস্ব প্রতিবেদন : ABVP-র পতাকা লাগানো নিয়ে ধুন্ধুমার কলেজে। চলল ব্যাপক বোমাবাজি। আগুন লাগিয়ে দেওয়া হল বাইকে। সংঘর্ষের ঘটনাটি ঘটেছে পূর্ব মেদিনীপুরের বাজকুল কলেজে।

পূর্ব মেদিনীপুর জেলার ভগবানপুর থানা এলাকায় অবস্থিত বাজকুল কলেজে। স্থানীয়দের কাছ থেকে জানা গিয়েছে,  এদিন BJP-র ছাত্র সংগঠন ABVP কলেজে পতাকা লাগাতে যায়। পতাকা লাগানোকে কেন্দ্র করে তৃণমূল ছাত্র পরিষদ (TMCP) সদস্যদের সঙ্গে তাদের গন্ডগোল বাধে। গন্ডগোলের জেরে দুটো মোটরবাইকে আগুন লাগিয়ে দেওয়ার অভিযোগ ওঠে তৃণমূলের বিরুদ্ধে। একইসঙ্গে বোমাবাজিও চলে বলে অভিযোগ। এই ঘটনায় ব্যাপক উত্তেজনা ছড়িয়েছে এলাকায়। 

আরও পড়ুন, কয়লা ও গরু পাচারকাণ্ডে CBIএর র‌্যাডারে গনেশ বাগাড়িয়া, হাজিরার নির্দেশ বিনয়কেও

বিজেপির তরফে দাবি করা হয়েছে যে সংঘর্ষের জেরে বেশ কয়েকজন ABVP সমর্থক আহত হয়েছেন। যদিও তৃণমূলের (TMC) তরফে হামলার অভিযোগ অস্বীকার করা হয়েছে। পাল্টা হামলার অভিযোগ করেছে ABVP-র বিরুদ্ধে। প্রতিবাদে তৃণমূলের ছাত্র পরিষদের (TMCP) সদস্যরা হেড়িয়া বাজারে দিঘা-নন্দকুমার ১১৬বি জাতীয় সড়ক অবরোধ করে বিক্ষোভ দেখাতেও শুরু করেছে। অন্যদিকে বাজকুল কলেজে সংঘর্ষের ঘটনায় ৩ জন এবিভিপি-র ছাত্র ও বিজেপির এক নেতাকে গ্রেফতার করেছে পুলিস। 

 

আরও পড়ুন, বেসরকারিকরণ সহ রেল নিয়ে বাংলাকে বঞ্চনার অভিযোগ মন্ত্রী Shashi Panja-র

.