Siliguri: চড়কের মেলায় বিপত্তি! বাঁশের কাঠামো ভেঙে আহত ৩; গুরুতর ১

পিঠে বর্শি বেঁধে ঘোরার সময়, বাঁশের কাঠামো ভেঙে ছিটকে পড়লেন এক ব্যক্তি।

Updated By: Apr 14, 2022, 11:29 PM IST
Siliguri: চড়কের মেলায় বিপত্তি! বাঁশের কাঠামো ভেঙে আহত ৩; গুরুতর ১

নিজস্ব প্রতিবেদন: চড়ক গাছের উপরে, বাঁশের কাঠামো ভেঙে বিপত্তি। পিঠে বর্শি বেঁধে ঘোরার সময় বাঁশের কাঠামো ভেঙে ছিটকে গিয়ে পড়লেন এক ব্যক্তি। সঙ্গে আরও তিনজনকে আহত করলেন তিনি। চারজনকে উদ্ধার করেই উত্তরবঙ্গ মেডিক্যাল কলেজ ও হাসপাতালে নিয়ে যাওয়া হয়। যে ব্যাক্তি উপরে ঘুরছিলেন, তার অবস্থা আশঙ্কাজনক। 

বৃহস্পতিবার ঘটনাটি ঘটেছে, শিলিগুড়ি মহকুমা পরিষদের অন্তর্গত মাটিগাড়া নকশালবাড়ি ব্লকের শিবমন্দির এলাকার আঠারোখাই মাঠে। মেলা কমিটির তরফে বুবাই সরকার জানান, ২৫ বছর ধরে সেখানে চড়কের মেলা চলছে। তবে এই ধরনের ঘটনা আগে ঘটেনি। তাঁর দাবি, যে কাঠটিকে গাছ হিসেবে ব্যবহার করা হয়, সেটা হয়ত ঠিক ছিল না। 

আরও এক সদস্য বিকি ঠাকুর জানান, যে ব্যাক্তি ঘুরছিলেন তাঁর নাম এখনও জানা যায়নি৷ তিনি এই বছরই প্রথমবার সেখানে গিয়েছিলেন। তিনি ওপর থেকে ঘুরন্ত অবস্থায় ছিটকে পড়েন৷ উপরে বাঁশের কাঠামো ভেঙে আরও তিনজন আহত হন।

আরও পড়ুন: Hanskhali Rape Case: "আমাকে বলেছিল, ধর ওকে রেপ করব"

(Zee 24 Ghanta App দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির লেটেস্ট খবর পড়তে ডাউনলোড করুন Zee 24 Ghanta App)  

.