একটি গাড়ির পিছনে পরপর তিনটি গাড়ির ধাক্কা! দুর্ঘটনা দ্বিতীয় হুগলি সেতুতে

প্রত্যক্ষদর্শীরা জানান, মালবোঝাই গাড়িটির পিছনে প্রথমে ধাক্কা মারে একটি ওয়েল ট্যাঙ্কার। তার পিছনে ধাক্কা মারে আরও দুটি গাড়ি।

Updated By: Jul 31, 2020, 08:29 AM IST
একটি গাড়ির পিছনে পরপর তিনটি গাড়ির ধাক্কা! দুর্ঘটনা দ্বিতীয় হুগলি সেতুতে
নিজস্ব চিত্র

নিজস্ব প্রতিবেদন:  একটি গাড়ির পিছনে পরপর তিনটি গাড়ির ধাক্কা!সাতসকালেই ভয়ঙ্কর ঘটনা দ্বিতীয় হুগলি সেতুতে। আহত তিনটি গাড়ির চালক। আহতদের হাসপাতালে ভর্তি করা হয়েছে।

শুক্রবার সকালে টোল প্লাজার নয় নম্বর লেনে কলকাতার দিক থেকে আসছিল একটি মালবোঝাই গাড়ি। প্রত্যক্ষদর্শীরা জানান, মালবোঝাই গাড়িটির পিছনে প্রথমে ধাক্কা মারে একটি ওয়েল ট্যাঙ্কার। তার পিছনে ধাক্কা মারে আরও দুটি গাড়ি।

আরও পড়ুন: করোনায় একদিনে রেকর্ড মৃত্যু রাজ্যে, আক্রান্তও প্রায় আড়াই হাজার

গতিবেগ বেশি থাকায় ওয়েল ট্যাঙ্কারটি নিয়ন্ত্রণ হারিয়ে ব্যারিকেড ভেঙে গার্ডওয়ালে ধাক্কা মারে। ব্রেক ডাউন ভ্যান নিয়ে এসে গাড়িগুলি সরিয়ে নিয়ে যায় পুলিস। কিছুক্ষণের জন্য যানজট তৈরি হয়।
 

.