Nusrat Jahan: 'I Love Taki', টাকির ইছামতীর তীরে নয়া সেলফি জোন; সৌজন্যে সাংসদ নুসরত
নুসরাত জাহান বলেন, "এই পর্যটন কেন্দ্রে পর্যটকরা আসবেন। এই সেলফি জোনে ছবি তুলবেন। ছবি শেয়ার হবে। এতেই টাকি পর্যটন কেন্দ্রের সুনাম এবং পরিচিতি বাড়বে।’
বিমল বসু: টাকি পর্যটন কেন্দ্রের পরিচিতি বাড়াতে উদ্য়োগী বসিরহাটের সাংসদ নুসরত জাহান (Nusrat Jahan)। ইছামতীর তীরে 'I Love Taki' লেখা সেলফি জোনের উদ্বোধন করলেন অভিনেত্রী-সাংসদ।
ভারতের সীমান্তবর্তী ইছামতীর এক পাড়ে টাকি। অন্য পাড়ে বাংলাদেশ। টাকি পর্যটন কেন্দ্রে প্রতি বছরই রাজ্যের বিভিন্ন জায়গা থেকে মানুষ আসেন। শহরটিকে আরও আকর্ষণীয় করতে, এবার ইছামতীর ধারে বড় বড় অক্ষরে লেখা 'I Love Taki' সেলফি জোন উদ্বোধন করলে নুসরত জাহান (Nusrat Jahan)। শনিবার এলাকায় যান অভিনেত্রী-সাংসদ। উপস্থিত ছিলেন এলাকার বিধায়ক, পুরপ্রধান-সহ স্থানীয় বাসিন্দারা।
ইছামতীর বুকে নৌকা ভ্রমনের জন্য প্রতি বছরই বহু পর্যটন সেখানে ভিড় জমান। এছাড়া সেখানে রয়েছে, মিনি সুন্দরবন, ইকো ট্যুরিজম পার্ক-সহ বিভিন্ন বিনোদনের ব্যবস্থা। এবার নতুন সংযোজন 'I Love Taki'। নুসরাত জাহান বলেন, "এই পর্যটন কেন্দ্রে পর্যটকরা আসবেন। এই সেলফি জোনে ছবি তুলবেন। ছবি শেয়ার হবে। এতেই টাকি পর্যটন কেন্দ্রের সুনাম এবং পরিচিতি বাড়বে।’