Kalna Ghost Fear: বিজ্ঞানমঞ্চ ফেল! বর্ধমানের গ্রামে 'ভূতের আতঙ্ক' কাটাতে বাউল গানেই ভরসা প্রশাসনের...
Kalna Ghost Fear: পূর্ব বর্ধমানের কালনা ২ ব্লকের বৈদ্যপুর গ্রাম পঞ্চায়েতের রথতলা গ্রাম। এই গ্রামে একমাসের মধ্য়েই মৃত্যু হয়েছে চারজনের। তারপর থেকেই ভুতের আতঙ্কে ভুগছেন গ্রামবাসীরা। আতঙ্ক এতটাই যে, সন্ধ্যার পর রাস্তাঘাট শুনশান। ঘরে ঢুকে পড়ছেন স্থানীয় বাসিন্দারা।
সঞ্জয় রাজবংশী: ভূতের ভয়ে তটস্থ গোটা গ্রাম। আতঙ্ক এতটাই যে, সন্ধ্যার পর রাস্তাঘাট শুনশান। ঘরে ঢুকে পড়ছেন স্থানীয় বাসিন্দারা। পুলিস তো দুর অস্ত, আতঙ্ক কাটাতে পারছেন না বিজ্ঞান মঞ্চের সদস্যরাও! শেষে বাউলশিল্পীর শরণাপন্ন হতে হল প্রশাসন।
আরও পড়ুন: Woman Missing From Train: কলেজ যাওয়ার পথে ট্রেন থেকে উধাও তরুণী! ফরাক্কা ব্রিজে পাওয়া গেল.....
ঘটনাটি ঠিক কী? পূর্ব বর্ধমানের কালনা ২ ব্লকের বৈদ্যপুর গ্রাম পঞ্চায়েতের রথতলা গ্রাম। এই গ্রামে একমাসের মধ্য়েই মৃত্যু হয়েছে চারজনের। তারপর থেকেই ভুতের আতঙ্কে ভুগছেন গ্রামবাসীরা। সকালবেলা সবকিছুই স্বাভাবিক। কিন্তু সন্ধ্যায় নামলেই আর বাড়ির বাইরে বেরোতে চাইছেন না বেশিরভাগ মানুষই।
স্থানীয় যুবক ভক্তি ক্ষেত্রপাল কমল ক্ষেত্রপালরা অবশ্য বলছেন, 'ভূতের কথা শুনেছি। আমরা রাতে বাড়ি ফিরি কোনওদিন ভূত দেখতে পাইনি'। তাঁদের ধারনা, ভূত নেই। কিন্তু বাকিরা তা মানলে তো! তাঁরা রীতিমতো আতঙ্কিত। গতকাল, রবিবার রথতলা গ্রামে গিয়েছিলেন কালনার মহকুমাশাসক। সঙ্গে পুলিস ও বিজ্ঞান মঞ্চের সদস্যরাও। গ্রামবাসীদের বোঝানো চেষ্টা করেন তাঁরা। কিন্তু আতঙ্ক রয়ে গিয়েছে এখনও।
তাহলে উপায়? প্রশাসনের উদ্যোগে এবার আসরে নেমেছেন রাষ্ট্রপতি পুরস্কার প্রাপ্ত বাউল স্বপন দাস। গানের মাধ্যমে গ্রামবাসীদের সচেনতন করছেন তিনি। তাতে নাকি কাজও হয়েছে। ওই বাউলশিল্পীর দাবি, আতঙ্কে যে কিছুটা হলেও কেটেছে, তা গ্রামের মানুষের সঙ্গে কথা বলতেই বোঝা যাচ্ছে।
আরও পড়ুন: Olive ridley sea turtle: রূপনারায়ণের তীর থেকে উদ্ধার বিরল প্রজাতির সামুদ্রিক কচ্ছপ! হইচই বাগনানে
(দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির টাটকা খবর, আপডেট এবং ভিডিয়ো পেতে ডাউনলোড-লাইক-ফলো-সাবস্ক্রাইব করুন আমাদের App, Facebook, Whatsapp Channel, X (Twitter), Youtube, Instagram পেজ-চ্যানেল)