বিজেপি কর্মীদের পুলিস পেটানোর নিদান দিলেন দিলীপ ঘোষ

পুলিস পেটানোয় মিলে গেল শাসক-বিরোধী। 

Updated By: Nov 16, 2017, 07:44 PM IST
বিজেপি কর্মীদের পুলিস পেটানোর নিদান দিলেন দিলীপ ঘোষ

নিজস্ব প্রতিবেদন: চিত্রনাট্য অবিকল এক, ২৪ ঘণ্টার মধ্যেই বদলে গেল শুধু চরিত্র। বুধবার খাসতালুক বীরভূমে দাঁড়িয়ে পুলিশ পেটানোর হুমকি দিয়েছিলেন তৃণমূল নেতা নেতা অনুব্রত মণ্ডল। বৃহস্পতিবার মালদায় দাঁড়িয়ে একই নিদান দিলেন বিজেপির রাজ্য সভাপতি দিলীপ ঘোষ। 

মালদহের বৈষ্ণবনগরের সভায় দিলীপ ঘোষের শাসানি, ''আমাদের আটকানোর চেষ্টা করছে। মারপিট করছে। প্রোগ্রাম করতে দিচ্ছে না। গুন্ডা ও ক্যাডার দিয়ে আটাকাচ্ছে। যেখানে ওরা পারছে না, সেখানে পুলিস দিয়ে আটকানোর চেষ্টা করছে। দিদির ছোট ছোট ভাই ও পুলিসকেও ঠ্যাঙাবো। সিভিক পুলিসের কাজ কী! ছবি তোলা আর গাড়ি থেকে পয়সা তোলা কাজ সিভিক পুলিসের। যেদিন প্যাঁদানি হবে না, একটাও মার বাইরে পড়বে না। খুব বেশি দিন লাগবে না। ২১ অনেক দূর। ১৯-এর আগেই বুঝিয়ে দেব।''

আরও পড়ুন- অগ্নিশর্মা অনুব্রত! পুলিসকে ধমকে-চমকে আবারও শিরোনামে কেষ্ট

বুধবার বীরভূমে ডিএসপি কাশীনাথ মিশ্রকে তৃণমূলের জেলা সভাপতি অনুব্রত মণ্ডল। বলেছিলেন, "কোনও অজুহাত শুনব না। অভিযুক্তরা গ্রেফতার না হলে একজনেরও বাড়িঘর রাখব না। ভেঙে চুরমার করে দেব।" অনুব্রত মন্তব্য দল অনুমোদন করে না বলে এদিন জানিয়েছেন তৃণমূলের মহাসচিব পার্থ চট্টোপাধ্যায়।  

 

.