'স্বরাষ্ট্রসচিব হচ্ছেন', মুখ্যমন্ত্রীর ফোনের পর চাপে কেলেঙ্কারি কাণ্ড ঘটালেন আলাপন

বিকেলে দায়িত্ব গ্রহণের জন্য তলব করেন মুখ্যসচিব মলয় দে। তাঁর সঙ্গে দেখা করতে যাওয়ার আগে পোশাক ঠিক করতে গিয়ে আলাপনবাবুর নজরে পড়ে সেই কেলেঙ্কারি কাণ্ড। ততক্ষণে তো সব্বনাশ যা হওয়ার হয়ে গিয়েছে। অবশেষে ৮০০ টাকা দিয়ে নতুন জামা আনিয়ে সেই জামা পরে মুখ্যসচিবের কাছ থেকে দায়িত্ব বুঝে নেন আলাপন বন্দ্যোপাধ্যায়। 

Updated By: May 29, 2019, 08:52 PM IST
'স্বরাষ্ট্রসচিব হচ্ছেন', মুখ্যমন্ত্রীর ফোনের পর চাপে কেলেঙ্কারি কাণ্ড ঘটালেন আলাপন

সুতপা সেন

রাজ্যের স্বরাষ্ট্র সচিবের গুরুদায়িত্ব পড়েছে তাঁর ঘাড়ে। লোকসভা নির্বাচন পরবর্তী বাংলায় রাজনৈতিক হিংসার রাস টেনে আইনশৃঙ্খলা রক্ষার দায় এখন তাঁরই। দায়িত্ব পেয়েই সেই কাজে ঝাঁপিয়ে পড়েছেন তিনি। কিন্তু রাজ্যের বর্তমান রাজনৈতিক পরিস্থিতিতে স্বরাষ্ট্রসচিবের দায়িত্বপালন যে সহজ নয় তা বিলক্ষ্মণ জানেন তিনিও। তাই স্বরাষ্ট্রসচিবের দায়িত্ব পেতে চলেছেন শুনে কিছুটা চাপে পড়ে গিয়েছিলেন আলাপন বন্দ্যোপাধ্যায় নিজেও। আর তাতেই ঘটে এক কেলেঙ্কারি কাণ্ড। 

 

গত সোমবার আদর্শ আচরণবিধি শেষ হলে রাজ্যের নতুন স্বরাষ্ট্রসচিবের নাম ঘোষণা করে নবান্ন। জানা যায়, দায়িত্ব বর্তেছে বর্ষীয়ান বাঙালি আইএএস আলাপন বন্দ্যোপাধ্যায়ের ঘাড়ে। তবে সেখবর তাঁকে তার আগেই দিয়েছিলেন স্বয়ং মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সোমবার বেলা ১২টা নাগাদ ফোনে তিনি আলাপনকে জানান, স্বরাষ্ট্রসচিবের দায়িত্ব নিতে হবে তাঁকেই। রাজ্য প্রশাসনের যাবতীয় গুরুত্বপূর্ণ পদ সামাল দেওয়া আলাপনবাবুও কিছুক্ষণের জন্য থতমত খেয়ে যান এই খবরে। চাপে পড়ে মুখ বন্ধ না করেই পকেটে পুরে ফেলেন হাতে থাকা কলমটি। 

সুযোগ পেয়ে দিনভর আলাপানবাবুর বুকে যথেচ্ছাচার চালায় ঢাকনাহীন সেই কলম। বুকের বাম দিকে ইচ্ছামতো ছবি আঁকে সে। বিকেলে দায়িত্ব গ্রহণের জন্য তলব করেন মুখ্যসচিব মলয় দে। তাঁর সঙ্গে দেখা করতে যাওয়ার আগে পোশাক ঠিক করতে গিয়ে আলাপনবাবুর নজরে পড়ে সেই কেলেঙ্কারি কাণ্ড। ততক্ষণে তো সব্বনাশ যা হওয়ার হয়ে গিয়েছে। অবশেষে ৮০০ টাকা দিয়ে নতুন জামা আনিয়ে সেই জামা পরে মুখ্যসচিবের কাছ থেকে দায়িত্ব বুঝে নেন আলাপন বন্দ্যোপাধ্যায়। 

মোদী ২.০ সরকারের শপথ, সাজছে রাষ্ট্রপতি ভবন

লোকসভা নির্বাচন চলাকালীনই রাজ্যের স্বরাষ্ট্রসচিব আত্রি ভট্টাচার্যকে সরিয়ে দেয় নির্বাচন কমিশন। স্বরাষ্ট্রসচিবের অতিরিক্ত দায়িত্ব দেওয়া হয় মুখ্যসচিবকে। ২৮ মে কমিশনের দায়িত্ব শেষ হলেও অত্রিকে আর পুরনো পদে ফেরাননি মমতা। নতুন স্বরাষ্ট্রসচিব করা হয় আলাপন বন্দ্যোপাধ্যায়কে। যিনি আবার নবান্নের অলিন্দে মুকুল রায়ের ঘনিষ্ঠ বলে পরিচিত।  

.