ভিন রাজ্যের শ্রমিকদের থাকা-খাওয়ার ব্যবস্থা করতে হবে, সব জেলা প্রশাসনকে নির্দেশ নবান্নের

দোকান বা শিল্প বাণিজ্যে কর্মরত কোনো কর্মীর বেতন কাটা যাবে না

Reported By: সুতপা সেন | Updated By: Mar 29, 2020, 11:49 PM IST
ভিন রাজ্যের শ্রমিকদের থাকা-খাওয়ার ব্যবস্থা করতে হবে, সব জেলা প্রশাসনকে নির্দেশ নবান্নের

নিজস্ব প্রতিবেদন:  লকডাউনের সময় রাজ্যের সমস্ত গরীব ও অভাবী মানুষদের থাকা ও খাওয়ার ব্যবস্থা করতে হবে। অন্য রাজ্য থেকে আসা পরিযায়ী শ্রমিক যারা এরাজ্যে আটকে আছেন তাদের জন্যও ব্যবস্থা করতে হবে।এর জন্য স্থানীয় NGO এর সাহায্য নিতে পারে জেলা প্রশাসন। এমননি নির্দেশিকা দেওয়া হল রাজ্য সরকারের পক্ষ থেকে। ওই নির্দেশিকায় আরও বলা হয়েছে-

যারা বাইরে থেকে এসে হোম কোয়ারেনটাইনে আছেন তাদের প্রতিদিন নজরদারি করতে হবে। কেউ না মানলে তাদের ইন্সটিটিউলনাল কোয়ারেনটাইনে রাখতে হবে।

আরও পড়ুন-রাজ্যে বাড়ছে আক্রান্তের সংখ্যা, করোনার সংক্রমণ মিলল আরও এক প্রবীনের দেহে

দোকান বা শিল্প বাণিজ্যে কর্মরত কোনো কর্মীর বেতন কাটা যাবে না।

যারা বাইরে থেকে এসে পৌঁছতে পেরেছে তাদের ১৪ দিনের কোয়ারেনটাইন এ রাখতে হবে।

পরিযায়ী শ্রমিকরা যেসব ভাড়া বাড়িতে থাকে সেসব বাড়ির মালিকরা একমাসের ভাড়া চাইতে পারবেন না।

আরও পড়ুন-Live: ভারতে করোনায় আক্রান্তের সংখ্যা বেড়ে ১০২৪, মৃত ২৭, রাজ্যে আক্রান্ত ২১

কোনো শ্রমিক বা ছাত্রছাত্রী যারা ভাড়া বাড়িতে থাকে তাদের বাড়ি ছাড়তে বললে মালিকের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে

.