গেট পাসের নাম করে তোলাবাজির অভিযোগ, তুলকালাম বীরভূমে

ট্রাক মালিক ও চালকদের অভিযোগ, রীতিমতো স্লিপ ছাপিয়ে ছয় চাকা লরিতে ৪০০ ও ১২ চাকার লরিতে ৬০০ টাকা চাওয়া হচ্ছে। 

Updated By: Jan 10, 2020, 09:18 AM IST
গেট পাসের নাম করে তোলাবাজির অভিযোগ, তুলকালাম বীরভূমে

নিজস্ব প্রতিবেদন: গেট পাসের নামে ফের তোলাবাজির অভিযোগ। এবার ঘটনাস্থল বীরভূমের মুরারই। ঘটনায় তুলকালাম এলাকায়। সূত্রের খবর, রাজগ্রামে অভিযানে গিয়ে আক্রান্ত হন এক সরকারি কর্মীরা, তঁর গাড়ি ভাঙচুরেরও অভিযোগ ওঠে। ট্রাক মালিক ও চালকদের অভিযোগ, রীতিমতো স্লিপ ছাপিয়ে ছয় চাকা লরিতে ৪০০ ও ১২ চাকার লরিতে ৬০০ টাকা চাওয়া হচ্ছে। 

প্রতিবাদে বৃহস্পতিবার রাজগ্রামের মোহনপুরের রাস্তা আটকে বিক্ষোভ-দেখান গাড়ির চালক ও মালিকরা। এরপরেই ওই এলাকায় অভিযানে আসেন ভূমি ও ভূমি রাজস্ব দফতর এবং মোটর ভেহিকেলস অফিসাররা। সঙ্গে যায় মুরারই থানার পুলিস। তাঁরা গিয়ে তিনটে পাথর বোঝাই গাড়ি ধরতেই পরিস্থিতি হাতের বাইরে চলে যায়। সরকারি কর্মীদের উপর চড়াও হন ট্রাক মালিক ও চালকরা। মুখে আঘাত লাগে মুরারই দুই ব্লকের BLRO সৌমিত্র পালের। 

আরও পড়ুন: শিক্ষাঙ্গন রাজনৈতিক দলের প্রভাবমুক্ত হওয়া উচিত, বিশ্বভারতীতে আটকে মত স্বপনের

Tags:
.