ত্রাণের টাকা নিয়ে দুর্নীতির অভিযোগ, কান ধরে ক্ষমা চাওয়ানো হল পঞ্চায়েত সদস্যকে

গ্রামবাসীদের অভিযোগ,আমপানের জন্য বরাদ্দ টাকা থেকে প্রায় একলক্ষ টাকা নিজের পকেটে ঢুকিয়েছেন পঞ্চায়েত সদস্য।

Updated By: Jun 23, 2020, 10:20 PM IST
ত্রাণের টাকা নিয়ে দুর্নীতির অভিযোগ, কান ধরে ক্ষমা চাওয়ানো হল পঞ্চায়েত সদস্যকে

নিজস্ব প্রতিবেদন: আমপান ত্রাণ তহবিলের টাকা নিয়ে দুর্নীতির অভিযোগ। পুলিসের সামনেই কান ধরে ক্ষমা চাওয়ানো হল পঞ্চায়েত সদস্যকে। দক্ষিণ ২৪ পরগনার মথুরাপুর ২ নং ব্লকের ঘটনা। গ্রামবাসীদের অভিযোগ,আমপানের জন্য বরাদ্দ টাকা থেকে প্রায় একলক্ষ টাকা নিজের পকেটে ঢুকিয়েছেন পঞ্চায়েত সদস্য।

আরও পড়ুন: হাসপাতাল বহুদূর, পৌঁছনোর আগে মাঝ নদীতে নৌকাতেই সন্তান প্রসব

ঘটনার প্রতিবাদে আজ পঞ্চায়েত সদস্য স্বপন কুমার ঘাটুকে আটকে রেখে বিক্ষোভ দেখাতে শুরু করেন গ্রামবাসীরা। ঘটনাস্থলে বিডিওকে আসার দাবি জানানো হয়।বিডিও ঘটনাস্থলে পৌছলে তাকেও বিক্ষোভের মুখে পড়তে হয়। পরিস্থিতি সামাল দিতে ঘটনাস্থলে আসে পুলিস। পুলিসের সামনেই অভিযুক্ত পঞ্চায়েত সদস্যকে কান ধরিয়ে অভিযোগ স্বীকার করানো হয়। এরপরই দল অভিযুক্ত পঞ্চায়েত সদস্যকে বহিষ্কার করে। 

.