Gaighata: রাতের খাবারে কীটনাশক! মৃত ১৪ পথ কুকুর, প্রতিবাদে স্থানীয়রা

অবরোধকারীদের অভিযোগ, স্থানীয় বাসিন্দা, একান্ত সরকার শনিবার রাতে দইয়ের সঙ্গে কীটনাশক মিশিয়ে পথ কুকুরদের খাইয়েছে। রবিবার সকালে স্থানীয়রা দেখা যায়, ফুলবাড়ি মোড়ে পর পর সাতটি কুকুর মৃত অবস্থায় পড়ে রয়েছে। এরপর ধীরে ধীরে সংখ্যাটা বাড়তে থাকে। মোট ১৪টি কুকুরের মৃত্যু হয়েছে। এরপর ক্ষোভে ফেটে পড়েন স্থানীয় বাসিন্দারা। 

Updated By: Jun 12, 2022, 10:31 PM IST
Gaighata: রাতের খাবারে কীটনাশক! মৃত ১৪ পথ কুকুর, প্রতিবাদে স্থানীয়রা

মনোজ মণ্ডল: রাতে খাবারে কীটনাশক মিশিয়ে দেওয়ার অভিযোগ। সেই খাবার খেয়ে ১৪টি পথ কুকুরের মৃত্যু। প্রতিবাদে  গোপালনগর থানার ফুলবাড়ি এলাকায় রাস্তা অবরোধ স্থানীয়দের। দোষীর শাস্তির দাবিতে সরব সকলে।

অবরোধকারীদের অভিযোগ, স্থানীয় বাসিন্দা, একান্ত সরকার শনিবার রাতে দইয়ের সঙ্গে কীটনাশক মিশিয়ে পথ কুকুরদের খাইয়েছে। রবিবার সকালে স্থানীয়রা দেখা যায়, ফুলবাড়ি মোড়ে পর পর সাতটি কুকুর মৃত অবস্থায় পড়ে রয়েছে। এরপর ধীরে ধীরে সংখ্যাটা বাড়তে থাকে। মোট ১৪টি কুকুরের মৃত্যু হয়েছে। এরপর ক্ষোভে ফেটে পড়েন স্থানীয় বাসিন্দারা। 

দোষীকে গ্রেফতারি এবং কঠোর শাস্তির দাবিতে রাস্তা অবরোধ করেন স্থানীয়রা। তাঁদের দাবি, এলাকায় আরও বেশ কয়েকটি কুকুর অসুস্থ হয়ে পড়েছে। যাদের চিকিৎসা চলছে। বেশ কিছু সময় ধরে অবরোধ চলে। পরে পুলিসের আশ্বাসে অবরোধ ওঠে। পুলিস সূত্রে খবর, গোপাল নগর থানায় একান্ত সরকারে নামে লিখিত অভিযোগ দায়ের করা হয়েছে।

(Zee 24 Ghanta App দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির লেটেস্ট খবর পড়তে ডাউনলোড করুন Zee 24 Ghanta App) 

.