অ্যাম্বুল্যান্সে ছিলেন প্রসূতি, মানতে নারাজ দিলীপের দাবি, পিকে-র ষড়যন্ত্র

খবর হওয়ার পরই নড়েচড়ে বসে পুলিস। খোঁজ নিয়ে পুলিস জানতে পারে, ওই অ্যাম্বুল্যান্সে এক প্রসূতি ছিলেন।

Updated By: Jan 11, 2020, 12:02 AM IST
অ্যাম্বুল্যান্সে ছিলেন প্রসূতি, মানতে নারাজ দিলীপের দাবি, পিকে-র ষড়যন্ত্র

নিজস্ব প্রতিবেদন: অ্যাম্বুল্যান্সে ছিলেন প্রসূতি। থানায় অভিযোগ দায়ের হওয়ার পরও মানতে নারাজ দিলীপ ঘোষ। অথচ তাঁর দাবি, ইচ্ছা করেই খালি অ্যাম্বুল্যান্স ঢোকানো হয়েছিল। আর গোটা প্রশান্ত কিশোরের মস্তিষ্কপ্রসূত।  

শেওড়াফুলিতে সিএএ-র সমর্থনে সভায় দিলীপ ঘোষ শুক্রবার বলেন,''একটা খবর ছড়ানো হচ্ছে,ভিডিয়ো চলছে,সেদিন ২৫ হাজার লোকের সভা চলছিল কৃষ্ণনগরের তেমাথায়। ফাঁকা অ্যাম্বুল্যান্স ঢুকিয়ে দেওয়া হল। আমি বলেছিলাম, এতগুলো লোক বসে আছে, অন্য রাস্তা দিয়ে ঘুরিয়ে নাও। সভায় অ্যাম্বুল্যান্স ঢোকানোর পরিকল্পনা করেছিল পিকে। তৃণমূল নিজের বুদ্ধিকে পিকের কাছে বন্ধক দিয়েছে। ঘর বার সরকার, পার্টি সব কিছুই বন্ধক দিয়েছে বিহার থেকে আসা এক মাসতুতো ভাইকে।''

ঠিক কী হয়েছিল? অভিযোগ, গত ৬ জানুয়ারি কৃষ্ণনগরে অভিনন্দন যাত্রার শেষে জেলাশাসকের অফিসের সামনে সভা চলাকালীন একটি অ্যাম্বুল্যান্স চলে আসে। সেই অ্যাম্বুল্যান্সকে অন্য রাস্তায় ঘুরিয়ে দেন দিলীপ ঘোষ। নিদান দেন, এখান দিয়ে যেতে দেওয়া হবে না। লোকে রাস্তায় বসে আছে। বিরক্ত হবেন ওনারা। ঘুরিয়ে অন্য দিক দিয়ে চলে যান। দিলীপের এমন হুঙ্কারের পর অ্যাম্বুল্যান্স ঘুরিয়ে নিতে বাধ্য হন চালক। তখন রাজ্য সভাপতি বলেন,''সভা বানচাল করতে চক্রান্ত করে অ্যাম্বুল্যান্স পাঠিয়েছিল তৃণমূল।'' পরে দিলীপ দাবি করেন,অ্যাম্বুল্যান্স খালি ছিল। ভিতরে রোগী ছিলেন না। অ্যাম্বুল্যান্স অন্য পথ দিয়ে যাওয়ার রাস্তা ছিল। দরকার হলে আবার করব।

খবর হওয়ার পরই নড়েচড়ে বসে পুলিস। খোঁজ নিয়ে পুলিস জানতে পারে, ওই অ্যাম্বুল্যান্সে এক প্রসূতি ছিলেন। ধুবলিয়াতে বাড়ি ওই প্রসূতির। সেদিন কৃষ্ণনগর সদর হাসপাতালে ভর্তি করার জন্য নিয়ে যাওয়া হচ্ছিল তাঁকে। এরপরই এই ঘটনায় অভিযোগ দায়ের হল থানায়। অভিযোগ করেছেন মঞ্জিরা বিবি নামে ওই প্রসূতির এক আত্মীয়।

আরও পড়ুন- বিক্ষোভের থোড়াই কেয়ার! শুক্রবার দেশজুড়ে চালু হয়ে গেল নাগরিকত্ব সংশোধনী আইন

.