Malda: বাড়ছে উদ্বেগ, জ্বর-সর্দি নিয়ে ভর্তি; মালদহে ৪ শিশুর শরীরে মিলল করোনাভাইরাস
উত্তরবঙ্গের জলপাইগুড়ি ও শিলিগুড়ির জ্বর, কাশি, শ্বাসকষ্টের উপসর্গ নিয়ে ভর্তি বহু শিশু। মালদহেও এরকম বহু শিশু জ্বরে আক্রান্ত হয়েছে
নিজস্ব প্রতিবেদন: করোনার তৃতীয় ঢেউয়ে শিশুরা বেশি করে আক্রান্ত হতে পারে বলে সতর্ক করেছিলেন বিশেষজ্ঞরা। তৃতীয় ঢেউয়ের এখনও আসেনি। তবে এর মধ্যেই রাজ্যের বিভিন্ন জেলায় বাড়ছে শিশুদের মধ্যে জ্বর, কাশি ও শ্বাসকষ্ট। মালদহতেও দেখা মিলেছে এমন বহু রোগী। আতঙ্কের মধ্যেই মালদহে ৪ শিশুর শরীরে মিলল করোনাভাইরাসের উপস্থিতি।
আরও পড়ুন-ওরা জানে ভাল করে, জেতার কোনও সম্ভবনা নেই, ওরা সফল হবে না : Firhad Hakim । Mamata Banerjee
বুধবার মালদহে করোনা আক্রান্ত হয়েছেন মোট ১৩ জন। এদের মধ্যে ৪ শিশু। জেলা স্বাস্থ্য দফতর সূত্র অনুযায়ী, এদের মধ্যে কারও বয়স ১ বছর। কারও বয়স আবার ৪ মাস। করোনার উপসর্গ নিয়ে মালদহ মেডিক্যালে ভর্তি শহরের বাসিন্দা সাকিব সরকার। বয়স মাত্র ৪ মাস। অন্যদিকে গাজোলের অনিন্দিতা কর্মকার, পুকুরিয়ায় তামান্না খাতুনের বয়স ১ বছর। তালিকায় রয়েছে ১৩ বছরের নাজমি আলমও।
জ্বর, কাশি, শ্বাসকষ্ট নিয়ে ভর্তি হওয়া শিশুদের অধিকাংশেরই কোভিড টেস্ট হচ্ছে। বেশিরভাগ ক্ষেত্রে নেগেটিভ রিপোর্ট আসছে। এই ছবি জলপাইগুড়ি, শিলিগুড়-সহ রাজ্যের বিভিন্ন হাসপাতালে। এর মধ্যেই মালদহে করোনার অস্বিত্ব মেলায় উদ্বেগ বাড়ছে জেলা স্বাস্থ্য দফতরে।
আরও পড়ুন-Congress crisis: ফের কংগ্রেস অন্দরে অসন্তোষ, জরুরি বৈঠক চেয়ে সোনিয়াকে চিঠি গুলাম নবি-সিব্বলদের
উত্তরবঙ্গের জলপাইগুড়ি ও শিলিগুড়ির জ্বর, কাশি, শ্বাসকষ্টের উপসর্গ নিয়ে ভর্তি বহু শিশু। মালদহেও এরকম বহু শিশু জ্বরে আক্রান্ত হয়েছে। এমাসের ১৮ তারিখ থেকে মাত্র ৯ দিনে ৯ শিশুর মৃত্যু হয়েছে মালদহ মেডিক্যাল কলেজে।
(Zee 24 Ghanta App দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির লেটেস্ট খবর পড়তে ডাউনলোড করুন Zee 24 Ghanta App)