লোকসভা ভোটের ফলের দিনই মমতাদিদির সরকার খাল্লাস: অমিত

পূর্ব মেদিনীপুরের কাঁথির মঞ্চে বক্তব্য রাখছেন অমিত শাহ।

Updated By: Jan 29, 2019, 04:43 PM IST
লোকসভা ভোটের ফলের দিনই মমতাদিদির সরকার খাল্লাস: অমিত

নিজস্ব প্রতিবেদন:  পূর্ব মেদিনীপুরের কাঁথির মঞ্চে বক্তব্য রাখছেন অমিত শাহ। দেখুন তাঁর বক্তব্য এক নজরে... 

বাংলায় সরকারকে বদলাতে চান? : অমিত

নরেন্দ্র মোদীকে ফের প্রধানমন্ত্রী করতে হবে: অমিত

আসন্ন নির্বাচন নরেন্দ্র মোদীকে প্রধানমন্ত্রী হিসাবে নির্বাচিত করার নয়: অমিত

সামনের লোকসভা নির্বাচন বাংলার জন্য গুরুত্বপূর্ণ, সোনার বাংলা আবার গড়তে হবে: অমিত

সোনার বাংলা কোথায় হারিয়ে গেল? আবার সেই সোনার বাংলা খুঁজতে হবে: অমিত

বাংলায় গণতন্ত্র মজবুত করতে হবে: অমিত

জনতাই ময়দান ভরে দিয়েছে: অমিত

সভার অনুমতিতে বাধা দেওয়া হয়নি বলে গতকাল রাতেই এডিএমকে বদলি করে দেওয়া হয়েছে: অমিত

এডিএম, ডিএমদের যেভাবে বদলি করে দেওয়া হচ্ছে, তাতে বাংলার জন্য কোনও ডিএমই থাকবেন না: অমিত

 

মমতাদি আপনি শুনে রাখুন আপনি আমাদের রুখতে পারবেন না: অমিত

মমতাদি আপনি যত আমাদের রুখবে, আমাদের নেতারা ততই মানুষের বাড়ি বাড়ি ঘুরে জনসংযোগ বাড়াবে: অমিত

আমাদের রথ বের করতে দেওয়া হয়নি: অমিত

আমাদের কর্মীদের কেন এত খুন করা হয়: অমিত

আমি জানি কারণটা, আসলে আমরা রাজ্য সরকারের সিন্ডিকেটরাজের মোকাবিলা করি, তোলাবাজি রুখি, তাই খুন হতে হয়েছে: অমিত

আমাদের যত বাধা দেবেন, তত বেশি করে বাংলায় পদ্ম ফুটবে: অমিত

লোকসভা ভোটের ফলের দিনই মমতাদিদির সরকার খাল্লাস: অমিত

৫৫ হাজার কারখানা বন্ধ পড়ে রয়েছে, কিন্তু বাংলায় বোমার কারখানা চলছে: অমিত

২০১৯-এ মমতা সরকারের পতন শুরু হবে: অমিত

দুপুর ১টার মধ্যে নির্বাচনের গণনা শেষ হয়ে যাবে, দুপুর ২টোর পর থেকে মমতাদিদির পতন শুরু হয়ে যাবে: অমিত

মমতা সরকার অনুপ্রবেশে মদত দিচ্ছে: অমিত

বাংলায় বিজেপি সরকার এলে অনুপ্রবেশ বন্ধ হবে: অমিত

সীমান্ত পেরিয়ে একটা পায়রাও ঢুকতে পারবে না: অমিত

একবার বাংলায় সরকার বদলান, পদ্ম ফোটান: অমিত

সব উত্তর নির্বাচনের ফলে মিলবে, এবার নির্বাচনে বাংলা নরেন্দ্র মোদীর সঙ্গে থাকবে: অমিত

গরিব মানুষদের কথা ভেবেই আয়ুষ্মান প্রকল্প এনেছে ভারত সরকার: অমিত

মমতাদিদি ভাবে আয়ুষ্মা প্রকল্পে কোনও বাংলার মানুষ সাহায্য পেলে, তাঁর ভোট মোদীর পক্ষে যাবে, তাই নিয়ে বাংলার মানুষকে এই সাহায্য পেতে দেন না: অমিত

আয়ুষ্মান প্রকল্পে কার্ড ছিঁড়ে দিচ্ছে তৃণমূল: অমিত

কেন্দ্রের সব প্রকল্পের নাম বদলে দিচ্ছেন মমতাদিদি: অমিত

প্রিয়াঙ্কা গান্ধী প্রসঙ্গে অমিত শাহর কটাক্ষ- ২ জি ছিল, এখন আরও ১জি যোগ হল। কংগ্রেসে পরিবারতন্ত্র রয়েছে। 

কংগ্রেস ও তৃণমূল মুদ্রার এপিঠ-ওপিঠ: অমিত

 

 

 

 

 

 

.