Jalpaiguri: নিজভূমে পরবাসী আত্মীয়-পরিজন, রক্তদানে এগিয়ে এলেন আফগান যুবক

প্রার্থনা একটাই, সব যেন ঠিক হয়ে যায়।

Updated By: Aug 20, 2021, 08:22 PM IST
Jalpaiguri: নিজভূমে পরবাসী আত্মীয়-পরিজন, রক্তদানে এগিয়ে এলেন আফগান যুবক

নিজস্ব প্রতিবেদন: নিজের দেশ এখন তালিবানের কব্জায়। আত্মীয়-পরিজনদের কোনও খবর পাচ্ছেন না। জলপাইগুড়িতে রক্তদান করলেন আফগান যুবক দাউদ খান। বললেন, 'তাঁর রক্ত যদি কারও কাজে লাগে, তাহলে ভালো লাগবে'। 

কাবুলিওয়ালার দেশে তালিবান-রাজ। আতঙ্কে যে যেভাবে পারছেন, পালাচ্ছেন। কর্মসূত্রে আফগানিস্থানে গিয়ে যেমন আটকে পড়েছে বাংলার অনেকেই, তেমনি আবার আত্মীয়-পরিজনের জন্য দুঃশ্চিন্তা বাড়ছে এ রাজ্যে বসবাসকারী আফগানদেরও। ব্যতিক্রম নন জলপাইগুড়ির দাউদ খান। ২ পুরুষ ধরে অবশ্য় ভারতে বসবাস করছেন পরিবারের লোকেরা। দাউদের নিজের জন্মও এদেশেই। তবুও জন্মসূত্রে তিনি তো আফগান। ওদেশে আত্মীয়-পরিজন, বন্ধুর সংখ্যাও নেহাত কম নয়। 

আরও পড়ুন: Belur Math: জন্মষ্টমীতে প্রবল ভিড়ের আশঙ্কা, গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নিল বেলুড় মঠ কর্তৃপক্ষ

তালিবান রাজত্বে কেমন আছেন তাঁরা? রক্তদানশিবিরের বেডে শুয়ে দাউদ খান জানালেন, 'দীর্ঘ কয়েক মাস কারও সঙ্গে যোগাযোগ নেই। জানি না, কেমন আছে। প্রার্থনা করছি, সব যেন ঠিক হয়ে যায়'। আর বললেন, 'আমার রক্ত যদি কারও কাজে লাগে, তাহলে ভালো লাগবে'। এদিন ছিল প্রয়াত প্রাক্তন প্রধানমন্ত্রী রাজীব গান্ধীর জন্মদিন। সেই উপলক্ষ্যে জলপাইগুড়িতে জেলা কংগ্রেস কার্যালয়ে রক্তদান শিবিরের আয়োজন করা হয়। সেখানে রক্ত দিলেন শহরের নয়াবস্তি এলাকার বাসিন্দা ওই আফগান যুবক। 

(Zee 24 Ghanta App : দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির লেটেস্ট খবর পড়তে ডাউনলোড করুন Zee 24 Ghanta App)

 

.