Nadia Electrocution: স্নানের জল তুলতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মৃত্যু বৃদ্ধার, কীভাবে?

মা-কে বাঁচাতে গিয়ে গুরুতর জখম ছেলেও।

Updated By: Apr 20, 2023, 09:37 PM IST
Nadia Electrocution: স্নানের জল তুলতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মৃত্যু বৃদ্ধার, কীভাবে?

বিশ্বজিৎ মিত্র: ফের বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মৃত্য়ু! কীভাবে? স্নানের জল তুলতে গেল প্রাণ গেল বৃদ্ধার। মা-কে বাঁচাতে গিয়ে গুরুতর জখম ছেলেও। ঘটনাস্থল, নদিয়ার শান্তিপুর।

জানা গিয়েছে, মৃতের নাম সত্যরানী বিশ্বাস। বাড়ি, শান্তিপুরের বাবলা পঞ্চায়েতের আড়বলদা গ্রামে। বাড়ির সামনেই একদিকে টিউবওয়েল, আর অন্যদিকে মোটর! কেন? ওই মোটরের সাহায্যে টিউবওয়েল পাইপ থেকেই নাকি জল নিতেন পরিবারের সদস্যরা! আর তাতেই ঘটল বিপত্তি।

পরিবার সূত্রে খবর, নিজে ততক্ষণে স্নান করে নিয়েছেন। এদিন সকালে স্বামীর জন্য মোটর থেকে জল তুলতে যান সত্যবালী। এরপর কলতলায় পড়ে গিয়ে রীতিমতো ছটফট করতে থাকেন তিনি। বিপদ বুঝে যখন মা-কে উদ্ধার করতে যান ওই বৃদ্ধার ছেলে, তখন তিনিও বিদ্যুৎস্পৃষ্ট হন। শেষে মেইন সুইচ অফ করে তাঁদের উদ্ধার করে পরিবারের লোকেরা। কিন্তু হাসপাতালে নিয়ে গেলে, সত্যবালাকে মৃত বলে ঘোষণা করেন চিকিৎসকরা। তাঁর ছেলের চিকিৎসা চলছে।

আরও পড়ুন: Child Death: জলপাইগুড়িতে বন্ধুদের সঙ্গে লুকোচুরি খেলতে গিয়ে মৃত্যু শিশুর!

শান্তিপুরে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মৃত্যুর ঘটনা ঘটেছে এর আগেও। ফ্রেরুয়ারিতে ফুলিয়ার বেলঘড়িয়া শিবতলা পাড়ায় মোবাইল চার্জ দিতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট সপ্তম শ্রেণির ছাত্রী। স্থানীয় স্বাস্থ্যকেন্দ্র নিয়ে গেলে তাকে মৃত বলে ঘোষণা করেন চিকিৎসকরা। সেই ঘটনার ১ দিন আগেই  শান্তিপুরেরই বাইগাছি ওস্তাগার পাড়া লেনের বিদ্যুৎস্পৃষ্ট হয়ে প্রাণ হারান রাজ্য পুলিসের কনস্টেবল অভীক মিত্র। 

(Zee 24 Ghanta App দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির লেটেস্ট খবর পড়তে ডাউনলোড করুন Zee 24 Ghanta App)

.