ভিডিয়ো: উরিব্বাস কত উঁচু! অগত্যা সিঁড়ি দিয়েই তিস্তা বাঁধে উপরে উঠল দাঁতাল
হাতির কাণ্ডকারখানা ক্যামেরাবন্দি করেন জনৈক কার্তিক রায়।
নিজস্ব প্রতিবেদন: সিঁড়ি দিয়ে উপরে উঠছে হাতি। সে আবার নতুন কী! সার্কাসেই দেখা যায়। আজ্ঞে, না। এ সার্কাসের শিখিয়েপড়িয়ে নেওয়া গজরাজ নয়। বনে ঘুরে বেড়ানো দাঁতাল। ট্যাঁ ফো করতে গেলে আস্ত রাখবে না। তেমন দাঁতালকেই দেখা গেল তিস্তা বাঁধের সিঁড়ি বেয়ে উপরে উঠতে।
রবিবার অফিসের কাজে লাটাগুড়ির রিসর্টে গিয়েছিলেন শিলিগুড়ি শক্তিগড়ের বাসিন্দা কার্তিক রায়। মিটিংয়ের পর রাত সেখানে কাটিয়ে সোমবার সকালে তিনি বাইক নিয়ে বাড়ি ফিরছিলেন। কার্তিকবাবুর সঙ্গে ছিলেন অফিসের সহকর্মী। লাটাগুড়ি থেকে ক্যানেলের রাস্তা ধরে গজলডোবা হয়ে শিলিগুড়ি ফেরার পথে তিস্তা বাঁধে তাঁর নজর উপরে একটি দাঁতালের উপরে। তিনি লক্ষ্য করেন, দাঁতাল হাতিটি সিঁড়ি বেয়ে উপরে উঠছে।
ঘটনাটি ক্যামেরাবন্দি করার লোভ সামলাতে পারেননি কার্তিক রায়। স্মার্টফোনেই তুলেছেন ভিডিয়োটি। সেটিই এখন ভাইরাল সামাজিক যোগাযোগ মাধ্যমে।
Viral video: A wild elephant seen taking stairs next to the Teesta barrage in Gajoldoba, West Bengal.
Message? Follow rules! @dna @ZeeNews pic.twitter.com/tTNUu2MSUj— Pooja Mehta (@pooja_news) January 21, 2020
পশু-পাখিরা অনেকক্ষেত্রেই অনুকরণ করতে সক্ষম। হাতি তো সার্কাসে খেলাও দেখায়। সে কারণে সিঁড়ি দিয়ে স্বাভাবিক প্রতিবর্ত ক্রিয়াতেই দাঁতালটি উঠতে সক্ষম হয়েছে।
আরও পড়ুন- একুশের যুদ্ধে সেনাপতি দিলীপের 'বাহিনী' নিয়ে চার-চারটি তালিকা গেল দিল্লিতে