একুশের ভোটের কথা মাথায় রেখে একগুচ্ছ পদক্ষেপ নিচ্ছে রাজ্য সরকার, তৈরি রোড ম্যাপ

এনিয়ে ইতিমধ্যেই রাজ্যর মুখ্যসচিবকে নির্দেশ দিয়েছেন মুখ্যমন্ত্রী

Reported By: সুতপা সেন | Updated By: Jan 21, 2020, 09:14 PM IST
একুশের ভোটের কথা মাথায় রেখে একগুচ্ছ পদক্ষেপ নিচ্ছে রাজ্য সরকার, তৈরি রোড ম্যাপ

নিজস্ব প্রতিবেদন: উন্নয়নের নীরিখে বাংলা হতে পারে দেশের রোল মডেল।

২০২১ সালের বিধানসভা নির্বাচনের কথা মাথায় রেখে একাধিক উন্নয়মূলক কর্মসূচি নিতে চলেছে রাজ্য সরকার। এনিয়ে ইতিমধ্যেই রাজ্যর মুখ্যসচিবকে নির্দেশ দিয়েছেন মুখ্যমন্ত্রী। মুখ্যসচিবও বিভিন্ন দফতরের সচিবদের সঙ্গে বৈঠক করে তৈরি করে ফেলেছেন একটি রোড ম্যাপ।

আরও পড়ুন-বলির পাঁঠা বানানো হয়েছিল আফজল গুরুকে, তদন্তের দাবি তুললেন আলিয়া ভাটের মা

শহরের সুযোগ সুবিধে গ্রামাঞ্চলের মানুষ যাতে পান তার জন্য কলকাতার সঙ্গে রাজ্যের জেলাগুলিকে জুড়ে দেওয়া হবে ডেডিকেটেড রাস্তা দিয়ে।  এতে একদিকে যেমন সফরের সময় কমবে তেমনি রাজ্যের সড়ক পরিকাঠামোর বড়সড় পরিবর্তন আসবে।

নজর দেওয়া হচ্ছে রাজ্যের স্কুলগুলির দিকেও। পরিকল্পনা করা হয়েছে, খোলনলচে বদলে ফেলা হবে রাজ্যের স্কুলগুলির।

কেন্দ্র সরকার দেশের বিভিন্ন জায়গায় স্মার্ট সিটি তৈরির পরিকল্পনা করেছিল। তা এখনও পুরোপুরি বাস্তবায়িত হয়নি। তবে রাজ্য সরকার নিজের বলেই তৈরি করবে স্মার্ট সিটি।

আরও পড়ুন-'গণতন্ত্র বাঁচানোই লক্ষ্য', মান্নানকে ফোন করে CAA প্রত্যাহার প্রস্তাবে যোগদানের আহ্বান পার্থর

শহরের জঞ্জাল অপসারণের জন্য তৈরি করা হবে আধুনিক ব্যবস্থা।

প্লাস্টিক বন্ধের পর এবার জোর দেওয়া হবে জল সংরক্ষণেও। ঘরে ঘরে পৌঁছে দেওয়া হবে পরিশ্রুত পানীয় জল।

বিভিন্ন রকমের স্বাস্থ্য প্রকল্প ইতিমনধ্যেই চালু করেছে রাজ্য সরকার। এবার লক্ষ সকলের জন্য সুস্বস্থ্যের ব্যবস্থা করা।

এপ্রিল মাসে নতুন আর্থিক বছর শুরু হবে। তার আগে বাজেটে ওই সব খাতেই বাড়তি অর্থ বরাদ্দ করা হবে।

.