Anish Khan Murder: 'আনিসেরও ব্যাকগ্রাউন্ড খতিয়ে দেখতে হবে', সরব নির্মল মাজি

বিরোধীদের নিশানা করে নির্মল মাজি বলেন, পুলিসের বিরুদ্ধে হামলা করলে, দাঙ্গা হাঙ্গামা করলে তাদের উপরে সাধারণ মানুষের নির্ভরতা কমে যাবে

Updated By: Feb 28, 2022, 06:01 PM IST
Anish Khan Murder: 'আনিসেরও ব্যাকগ্রাউন্ড খতিয়ে দেখতে হবে', সরব নির্মল মাজি

নিজস্ব প্রতিবেদন: আমতার ছাত্রনেতা আনিস খানের মৃত্যুতে প্রবলভাবে সুর চড়িয়েছে বিরোধীরা। তার পাল্টা পদক্ষেপে হিসেবে নেমে পড়ল তৃণমূলও? 

সোমবার উলুবেড়িয়ায় মিছিল করে বিরুদ্ধে আনিসকাণ্ডে বিরোধীদের রাজনীতি করার অভিযোগ তোলেন পঞ্চায়েতমন্ত্রী পুলক রায়। তাঁর পাশাপাশি আনিসকাণ্ড নিয়ে সরব হলেন উলুবেড়িয়া উত্তর কেন্দ্রের তৃণমূল বিধায়ক ডা নির্মল মাজিও।

সোমবার আমতার এক সভায় ডা নির্মল মাজি বলেন, দেখতে হবে আনিসের বিরুদ্ধেও কী কী অভিযোগ রয়েছে। কী কী আইপিসি ধারা রয়েছে। তার ব্যাকগ্রাউন্ডও খতিয়ে দেখতে হবে। আনিস পড়ে গিয়েছিল নাকি তাকে কেউ ঠেলে ফেলে দিয়েছিল, ময়নাতদন্ত করলেই তা উঠে আসবে। তাই আমরা সঠিক তদন্ত করে প্রকৃত দোষীদের খুঁজে বের করে শাস্তির দাবি করছি। 

অন্যদিকে, আনিসকাণ্ডে বিরোধীদের প্রতিবাদকে নিশানা করে নির্মল মাজি বলেন, পুলিস মানুষকে রক্ষা করে আইনের শাসন প্রতিষ্ঠা করে। সেখানে পুলিসের বিরুদ্ধে হামলা করলে, দাঙ্গা হাঙ্গামা করলে তাদের উপরে সাধারণ মানুষের নির্ভরতা কমে যাবে। বাম-বিজেপি-আইএসএফ চক্রান্ত করে ঘোলা জলে মাছ ধরতে নেমে পড়েছে।

উল্লেখ্য, আমতার ছাত্রনেতা আনিস খানের মৃত্যুর পরই সিট তদন্তের নির্দেশ দেয় রাজ্য সরকার। পাশাপাশি আমতা থানার ওসিকে সরিয়ে দেওয়া হয়। গ্রেফতার করা হয়ে এক হোমগার্ড ও সিভিক ভল্যান্টিয়ারকে। বিরোধীরা ওই পদক্ষেপকে আইওয়াশ বলে বর্ণনা করে তোপ দেগেছে হাওড়া গ্রামীণের এসপির বিরুদ্ধে।

এদিকে, দ্বিতীয়বার ময়না তদন্তের জন্য আজ আনিস খানের মৃতদেহ কবর থেকে তুলে আনা হয় এসএসকেএম হাসপাতালে। সেই ময়নাতদন্ত করবেন ৩ ফরেন্সিক বিশেষজ্ঞ। মনে করা হচ্ছে দ্বিতীয়বার ময়না তদন্তের ফলে আনিস খান মৃত্যুর তদন্তে অনেক নতুন তথ্য উঠে আসবে।

আরও পড়ুন-ইউক্রেন পরিস্থিতি নিয়ে কেন্দ্রের পাশে থাকার বার্তা, সর্বদল বৈঠক ডাকার আর্জি মুখ্যমন্ত্রীর

(Zee 24 Ghanta App দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির লেটেস্ট খবর পড়তে ডাউনলোড করুন Zee 24 Ghanta App) 

.