Birbhum: 'রেফারি হব না, খেলব, কর্নার থেকে গোলও দেব', এবার ত্রিপুরা যাচ্ছেন অনুব্রত
রবিবার মঙ্গলকোটের ক্ষীরগ্রামে তৃণমূল কংগ্রেস আয়োজিত এক যোগদান শিবিরে এনিয়ে তাঁর পরিকল্পনার কথা জানান
নিজস্ব প্রতিবেদন: দলের প্রচারে ত্রিপুরায় গিয়ে বিজেপি সমর্থকদের বিক্ষোভের মুখে পড়ছে তৃণমূল নেতৃত্ব। এমনকি বাদ যাননি অভিষেক বন্দ্যোপাধ্যায়ও। এবার সেই বিজেপিকে চ্য়ালেঞ্জ করলেন বীরভূম জেলা তৃণমূল সভাপতি অনুব্রত মণ্ডল। এবার তিনি যাবেন বিপ্লব দেবের রাজ্যে।
আরও পড়ুন-Jalpaiguri: আচমকাই ধুম জ্বর-পেটখারাপ, জেলা সদর হাসপাতালে ভর্তি ১২১ শিশু
রবিবার মঙ্গলকোটের ক্ষীরগ্রামে তৃণমূল কংগ্রেস আয়োজিত এক যোগদান শিবিরে এনিয়ে তাঁর পরিকল্পনার কথা জানান। এদিন তিনি বলেন, এবার ছক পাল্টে খেলব। রেফারি হব না। খেলতে ভালোবাসি তাই আমি এবার খেলতে যাব ত্রিপুরায়। কর্নার থেকে গোলও দেব।
এদিন ওই যোগদান শিবিরে বিজেপি সহ বহু বিজেপি কর্মী-সমর্থক তৃণমূলে যোগ দেন। যোগদান প্রসঙ্গে সাংবাদিকদের প্রশ্ন উত্তরে অনুব্রত বলেন, ভোটের আগে বিজেপি নেতৃত্ব যেভাবে মিথ্যে বলেছে তাতে কেউ আর ওই দলে থাকতে চাইছে না। তাই বিজেপি ছেড়ে দলে দলে তৃণমূলে যোগ দিচ্ছে।
আরও পড়ুন-Behala Murder: বেহালার জোড়া খুনের কিনারা! পুলিসের জালে নিহত গৃহবধূর ২ মাসতুতো ভাই
বিধানসভা নির্বাচনের আগে বর্ধমান পূর্বের তৃণমূল কংগ্রেসের সাংসদ সুনীল মণ্ডলের দলত্যাগ সম্পর্কে অনুব্রত বলেন, ওর তখন মাথাটা খারাপ হয়ে গিয়েছিল। এখন ওষুধ খেয়ে সুস্থ হয়ে গিয়েছে। মানুষ অসুস্থ হলেই তো বাজে কথা বলে। এখন সুস্থ। সেজন্য ভালো কথা বলছে।
(Zee 24 Ghanta App দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির লেটেস্ট খবর পড়তে ডাউনলোড করুন Zee 24 Ghanta App)