Anubrata Mandal: মঙ্গলকোট-কেতুগ্রাম-আউসগ্রামের দায়িত্বেই থাকছেন অনুব্রত
Anubrata Mandal: দুপুরে সতীপীঠের দেবী যোগাদ্যার কাছে মেয়ে সুকন্যাকে নিয়ে অনুব্রত মণ্ডল পুজো দিলেন। মমতা বন্দ্যোপাধ্যায় এবং অভিষেক বন্দ্যোপাধ্যায় সহ রাজ্যের মানুষের মঙ্গল কামনায় দেবীর পায়ে হাত দিয়ে প্রণাম করে পুজো দেন।
সন্দীপ ঘোষ চৌধুরী: আগের মতই পূর্ব বর্ধমানের মঙ্গলকোট,কেতুগ্রাম ও আউশগ্রাম বিধানসভার তৃণমূলের সাংগঠনিক দায়িত্বে থাকবেন বলে জানান বীরভূমের তৃণমূল জেলা সভাপতি অনুব্রত মণ্ডল।
আরও পড়ুন-সিপিএমে 'ছকভাঙা'র বার্তা সেলিমের, রাজ্য কমিটির সিদ্ধান্ত নিয়েই এবার প্রশ্ন!
মঙ্গলবার মঙ্গলকোটের যোগাদ্যা সতীপীঠে পুজো দিতে এসেছিলেন অনুব্রত মণ্ডল। আজ দুপুরে সতীপীঠের দেবী যোগাদ্যার কাছে মেয়ে সুকন্যাকে নিয়ে অনুব্রত মণ্ডল পুজো দিলেন। নিজের পরিবারের সঙ্গে মমতা বন্দ্যোপাধ্যায় এবং অভিষেক বন্দ্যোপাধ্যায় সহ রাজ্যের মানুষের মঙ্গল কামনায় দেবীর পায়ে হাত দিয়ে প্রণাম করে পুজো দেন।
এদিন স্ত্রী ছবি মণ্ডলের ফটো নিয়ে মন্দিরে এসে অনুব্রত যোগাদ্যা দেবীর কাছে পুজো দেন। দীর্ঘ দুবছর পর মঙ্গলকোটের মাটিতে পা দিয়ে খুবই ভালো লাগছে বলে অনুব্রত মণ্ডল জানান, মঙ্গলকোটের মাটি খুবই শক্ত।মঙ্গলকোটের বিধায়ক অপূর্ব চৌধুরী বলেন,কেষ্টদা তিহার জেলে যখন ছিল তখনই আমাকে যোগাদ্যা মায়ের পুজো দিতে বলেছিলেন। কেষ্টদার জামিন পেলে আমার অনুরোধে আজ মায়ের মন্দিরে প্রতিষ্ঠা দিবসে পুজো দিতে এসেছিলেন। সকলের মঙ্গলকামনায় দেবীর কাছে পুজো দিলেন।
অনুব্রত বলেন, জেল থেকে আসার পর অচলকে বলেছিলাম আমি আসব। আজ ভালো দিন। অচলকে বললাম, আজকে যাব মায়ের কাছে। মায়ের কাছে এসে যা বলার বললাম। মেয়ে, স্ত্রী, নিজের নামে, মমতা বন্দ্যোপাধ্যায় ও অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নামে পুজো দিলাম। মঙ্গলকোটের মাটির সঙ্গে আমি যুক্ত। মঙ্গলকোটের মাটি আমাকে টানে।
মঙ্গলকোটের বিধায়ক অপূর্ব চৌধুরী বলেন, তিহার জেলে থাকাকালীন কেষ্টদা বলেছিলেন, মা জগদ্দার পুজো দিস। আসানসোলে থাকাকালীন পুজো দিতে বলেছিলেন। পুজো দিয়েছিলাম। এবার ১৫ পৌষ আসতে বললাম। তাই উনি এসেছেন। অন্নভোগের ব্যবস্থা করেছিলাম।
(দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির টাটকা খবর, আপডেট এবং ভিডিয়ো পেতে ডাউনলোড-লাইক-ফলো-সাবস্ক্রাইব করুন আমাদের App, Facebook, Whatsapp Channel, X (Twitter), Youtube, Instagram পেজ-চ্যানেল)