'নিরাপদ নন', মনে করছেন অর্জুন সিং!
জেলাশাসককে বিষয়টি দেখার নির্দেশ দিয়েছে কমিশন।
নিজস্ব প্রতিবেদন : নিরাপত্তাহীনতায় ভুগছেন বিজেপি নেতা অর্জুন সিং। নালিশ জানাতে নির্বাচন কমিশনের দ্বারস্থ হয়েছেন ভাটপাড়ার বিধায়ক।
ব্যারাকপুর শিল্পাঞ্চলের দোর্ডণ্ডপ্রতাপ নেতা অর্জুন সিং। মুকুল রায় বিজেপিতে যোগ দেওয়ার পর থেকে তাঁর প্রভাব প্রতিপত্তি বেড়েছিল বই কমেনি। কিন্তু ব্যারাকপুর লোকসভা আসন থেকে এবারও তৃণমূল দীনেশ ত্রিবেদীকে প্রার্থী করায়, ক্ষুব্ধ হন অর্জুন সিং। প্রার্থীপদ নিয়ে অসন্তোষের জেরে অর্জুন সিং ঘাসফুল ছেড়ে পদ্মফুল শিবিরে নাম লেখান। ব্যারাকপুর আসন থেকে টিকিট চূড়ান্ত হতেই বিজেপিতে যোগ দেন অর্জুন সিং।
আরও পড়ুন, অনুব্রত মণ্ডল ও জিতেন তিওয়ারিকে শোকজ নির্বাচন কমিশনের
আর তারপরই রাজ্য সরকার তাঁর নিরাপত্তা তুলে নেয় বলে অভিযোগ। এই বিষয়ে নির্বাচন কমিশনের দ্বারস্থ হয়েছেন অর্জুন সিং। কমিশনে বিজেপি নেতা জানিয়েছেন, তিনি নিরাপত্তাহীনতায় ভুগছেন। সাধারণত কোনও নাগরিক নিরাপত্তাহীনতায় ভুগলে, তিনি চাইলে জেলাশাসক তাঁকে নিরাপত্তা দিয়ে থাকেন। এক্ষেত্রেও জেলাশাসককে বিষয়টি দেখার নির্দেশ দিয়েছে কমিশন।