পুলিসের জালে ২ অস্ত্র ব্যবসায়ী
দক্ষিণ ২৪ পরগণার ক্যানিংয়ের নতুন অটো স্ট্যান্ডে বৃহস্পতিবার সকালে অভিযান চালান পুলিস।
নিজস্ব প্রতিবেদন: দুই অস্ত্র ব্যবসায়ীকে গ্রেফতার করল ক্যানিং থানার পুলিস। পলাতক আরও ২ জন।
দক্ষিণ ২৪ পরগণার ক্যানিংয়ের নতুন অটো স্ট্যান্ডে বৃহস্পতিবার সকালে অভিযান চালান পুলিস। তাদের কাছে খবর ছিল, সেখানে অস্ত্র কেনাবেচা হতে পারে। গোপন সূত্রে খবর পেয়ে অভিযান চালাতেই দুই অস্ত্র ব্যবসায়ী ইমরান খান ও নুর মহম্মদ মোল্লাকে হাতেনাতে ধরে ফেলে পুলিস। ২ টি ওয়ান সাটার বন্দুক, ২ টি গুলি ও ১টি মোবাইল সহ উদ্ধার হয়েছে।
তবে বাকি দুজন পালিয়ে যায়। পুলিশ সূত্রে খবর, অস্ত্র কেনাবেচার জন্যই তারা সেখানে জড়ো হয়েছে। ক্রেতাদের হাতে অস্ত্র গুঁজেই চম্পট দেওয়ার পরিকল্পনা ছিল তাদের। কিন্তু তার আগেই পুলিস গিয়ে হাজির হয় সেখানে। তাদের হাতেনাতে ধরা পড়ে যায়। এর পিছনে বড় কোনও চক্র কাজ করছে বলে মনে করছে পুলিস। বড় কিছু ঘটানোর জন্য এই অস্ত্র সরবরাহ করা হচ্ছিল বলে মনে করা হচ্ছে। ঘটনার তদন্তে ক্যানিং থানার পুলিশ।